পিটিআই দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করলেন ইমরান খান

Spread the love

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারাবন্দি ইমরান খান দলের প্যাট্রন-ইন-চিফ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশব্যাপী পরিকল্পিত প্রতিবাদ আন্দোলনের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত বলে বুধবার (৪ জুন) ডনের প্রতিবেদনে জানানো হয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সাথে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে গোহর আলী বলেন, ‘ইমরান খান নিজেকে দলের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা করেছেন। তিনি কারাগার থেকে দলের ঘোষিত প্রতিবাদ অভিযানের নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, বিক্ষোভের বিষয়ে সকল নির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানের মাধ্যমে জানানো হবে।


এর আগে গত সপ্তাহে ইমরান খান, তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা একটি বার্তায় জনসাধারণকে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *