পিয়ার সঙ্গে যে একটা বিষয়ে দারুণ মিল কৌশানির

Spread the love

১৭ মে কৌশানি মুখোপাধ্যায়ের জন্মদিন। অভিনেত্রী ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তাঁর জন্মদিনটি অনেকটা দুর্গাপুজোর মতো করে সেলিব্রেট করেন। জানিয়েছেন জন্মদিনের পরপরই তিনি বেড়াতে চলে যাচ্ছেন। কিন্তু তাঁর এই বিশেষ দিনে কী পরিকল্পনা করেছেন তাঁর হবু শাশুড়ি মা পিয়া সেনগুপ্ত(Piya Sengupta)।

কৌশানির জন্মদিন নিয়ে কী জানালেন পিয়া?

কৌশানি মুখোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর বর্তমানে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত তাঁকে সস্নেহে আগলে রাখেন। এছাড়া অভিনেত্রীর বাবা, মাসি, মেসোরাও আছেন। এদিন হবু বৌমার জন্মদিনের পরিকল্পনার বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, ‘সকাল থেকেই রান্নাবান্না চলেছে। চিংড়ি, পাঁঠার মাংস রান্না করা হয়েছে, কৌশানি খেতে ভালোবাসে। ও আমাদের খুব আদরের মেয়ে। ওকে আদর যত্নে রাখার চেষ্টা করি আমরা। আমাদের সবার জন্য কৌশানি এটি ভাবে, এত করে যে ওর জন্মদিন এলে আমি চিন্তায় পড়ে যাই। কী করলে ও খুশি হবে সেটাই ভাবি।’

পিয়া সেনগুপ্ত এদিন আরও জানান কৌশানি ভীষণ মিশুকে তবে একটু রাগী। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর খালি মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ওটা কমালে ভালো হয়। যদিও আমাদের মা মায়ের দারুণ মিল, দুজনেই চেঁচিয়ে নিই রাগ হলে। বনি মাঝে পড়ে যায়। ওর দুই প্রিয় নারীই জাঁদরেল।’

বনি কৌশানির জন্য এই বিশেষ দিনে নানা উপহার আনেন। কিন্তু পিয়া কী কিনবেন, না কিনবেন বুঝে পান না। তাই তিনি টাকা দেন। অভিনেত্রী নিজের পছন্দ মতো জিনিস কিনে নেন। বনি নিজেও এদিন তাঁর প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। কৌশানিকে নিজের জীবনের রানি বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে কৌশানি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এদিন সকালটা বাড়িতে কাটবেন, বিকেলে কোনও চমক থাকতে পারে। আর জন্মদিন কাটানোর পরই তিনি বেড়াতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *