পিশাচদের খপ্পর থেকে মেয়েকে কি বাঁচাতে পারবেন ‘মা’ কাজল?

Spread the love

চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে, নির্জন রাস্তা, নিজেই মেয়েকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন কাজল। মেয়ে বলল, ‘মা পেটে ব্যথা করছে।’ উত্তর এল, ‘প্রথমবার না সোনা, তাই। কাছাকাছি কোনও হোটেল পেলেই সেখানে গিয়ে উঠব।’ কাজলের উত্তরেই স্পষ্ট তাঁর মেয়ে প্রথমবার ঋতুমতী হয়েছে। কিন্তু এদিকে গাড়ি যেন কিছুতেই গন্তব্যে এগোতে পারছে না, ছোট্ট মেয়েটি ততক্ষণে অধৈর্য হয়ে উঠেছে। তখনই গাড়িতে ঘটে যায় ভূতপ্রেতের হামলা। অবশেষে একটি পোড়ো বাড়িতে মেয়েকে নিয়ে ওঠেন কাজল। কিন্তু তারপর?

এমনই কিছু গা ছমছমে ভৌতিক ঘটনা অবলম্বনে তৈরি গল্প নিয়ে সামনে এসেছে কাজলের বহু প্রতীক্ষিত ছবি ‘মা’-এর ট্রেলার। বিশাল ফুরিয়া পরিচালিত পরিচালিত এই ছবিতে কাজলের মেয়ের ভূমিকায় দেখা মিলেছে ছোট্ট অভিনেত্রী খেরিন শর্মার।

ট্রেলারের পরবর্তী অংশে দেখা মেলে সেই পুরনো বাড়িতে ঢুকে কাজল মেয়েকে সাবধান করে দেন, সে যেন তাকে না বলে কোথাও না যায়। এরপরই কাজলের মেয়ে অর্থাৎ ছোট্ট খেরিন শর্মার সঙ্গে বন্ধুত্ব হয় ওই বাড়িতেই বসবাসকারী আরও একটি ছোট্ট মেয়ের। যে চরিত্রে অভিনয় করেছেন কলকাতার রূপকথা চক্রবর্তী। বাড়ি ও সংলগ্ন এলাকা সম্পর্কে খেরিনকে সে সাবধান করে দেন, ‘ওখানে কেউ যায় না দিদি, লোকে বলে ওই গাছে দৈত্য থাকে।’ কিন্তু সে কথা না শুনেই পৌঁছে যায় ছোট্ট খেরিন। তারপরই সে নিখোঁজ হয়ে যায়।

এরপরই ট্রেলারে দেখা মেলে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্তদের। কাজল জানতে পারেন এই দুনিয়া পিশাচের। চন্দনপুরের উপর অভিশাপ রয়েছে, সেকারণেই কেউ বা কারা তাঁর মেয়েকে বলি দিতে চায়। এর আগে আরও অনেক অল্পবয়সী কিশোরীই ওই গাছের তলা থেকে নিখোঁজ হয়েছে। কিন্তু মেয়েকে বাঁচাতে পিশাচদের সঙ্গে লড়াই করতে ‘কালী’ হয়ে ওঠেন কাজল। তিনি কি পারবেন, ভয়ঙ্কর এই পিশাচদের থেকে মেয়েকে রক্ষা করতে?

একথা জনতে আরেকটু সময় অপেক্ষা করতেই হচ্ছে। কারণ, আগাম ২৭ জুন মুক্তি পাচ্ছে কাজল, খেরিন, রূপকথা, রণিত, ইন্দ্রনীল অভিনীত, বহু প্রতীক্ষিত ছবি ‘মা’।

প্রসঙ্গত, এই ছবির শ্যুটিং হয়েছে এরাজ্যেই বর্ধমানের এক বহু পুরনো বাড়িতে ‘মা’-এর শ্যুটিং করতে এসেছিলেন কাজল। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও জ্যোতি সুব্বারায়ণ। চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াড্রাস এবং সম্পাদক হিসেবে রয়েছেন সন্দীপ ফ্রান্সিস। চলচ্চিত্রটির সংগীত রচয়িতা হলেন হর্ষ উপাধ্যায়, রকি খান্না এবং শিব মালহোত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *