‘পুচকু’র জন্মদিনে আদুরে শুভেচ্ছা সোহমের

Spread the love

শনিবার ছিল অভিনেতা তথা রাজনীতিবিদ সোহম চক্রবর্তীর স্ত্রী তনয়া চক্রবর্তীর জন্মদিন। বউকে এই বিশেষ দিনে আদুরে শুভেচ্ছা বার্তা জানালেন সোহম। তনয়ার জন্মদিনে সোহমের শুভেচ্ছা মন ছুঁয়ে গেল সোশ্যাল মিডিয়ার।

শনিবার তনয়ার সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন সোহম। সেই ছবিতে তাঁদের একটি রেস্তোরাঁয় পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সোহমের পরনে ছিল সাদা পাঞ্জাবি। কপালে ছিল লাল তিলক। চোখে ছিল কালো মোটা ফ্রেমের চশমা। অন্যদিকে, কালো পোশাক পরেছিলেন তনয়া। সম্ভবত তিনি গাউন পরেছিলেন। একেবারে হালকা মেকআপে ধরা দিয়েছিলেন তিনি। গয়নারও বিশেষ বাহুল্য ছিল না। হাতে ঘড়, রিস্ট ব্যান্ড আংটি, আর গলায় সুন্দর একটি লকেট দেওয়া চেন পরে পরেছিলেন।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে সোহম লিখলেন, ‘তনয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি তোমার সব স্বপ্ন পূরণ করেন। চিরকাল আমার পুচকু হয়ে থাকো। চিরকাল আমার ভালোবাসা হও। তুমি সেই মানুষ হও। ঈশ্বর আমাদের চিরকাল ভালোবাসা এবং বন্ধনে আশীর্বাদ করুন। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং তার পরেও তোমাকে ভালোবাসবো।’

প্রসঙ্গত, তনয়া আর সোহম একে-অপরকে চেনেন স্কুলের সময় থেকে। স্কুলের বান্ধবীকেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সোহম। তারপর ৬ বছর প্রেম করে বসেন বিয়ের পিঁড়িতে। ২০১২ সালের নভেম্বর মাসে বিয়ে করেন সোহম-তনয়া। সেভাবে লাইমলাইটে আসেন না সোহমের সুন্দরী বউ। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিজের ‘পুচকু’কে নিয়ে ভালোবাসা জাহির করার কোনও সুযোগই ছাড়েন না সোহম বর্তমানে দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার।

সোহম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব ছোট বয়সেই তনয়াকে জানিয়েছিলেন মনের কথা। জবাবে তনয়া বলেছিল, ‘সামনে মাধ্যমিক’। সোহমের জবাব ছিল, ‘যাও পরীক্ষা দাও। তবে জবাব যেন হ্যাঁই হয়’। জবাব ‘হ্যাঁ’-ই হয়েছিল। তারপর প্রেম। বিয়ে। সন্তান। খারাপ-ভালো সব রকম সময়েই তারকা বরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তনয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *