পাকিস্তানের মদতপুষ্ট বহু জঙ্গি খতম হয়েছে ভারতের অভিযান সিঁদুরে। খতম হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। আর তারপরই পাকিস্তানি সেনার মাথায় যেন চড়েছে রক্ত। নিয়ন্ত্রণরেখা বরাবর নির্বিচারে শেলিং শুরু করে পাকিস্তান। এই হামলায় নিহত হয়েছে ভারতের বহু সাধারণ নাগরিক। মৃতদের মধ্যে আছেন মহিলা থেকে শিশু।
রিপোর্ট অনুযায়ী, পুঞ্চে পাক সেনার শেলিংয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৭ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা এবং ২ জন শিশু আছে। এছাড়া পাকিস্তানি গোলাগুলিতে জখম হয়েছেন আরও ২৫ জন। এছাড়া বারামুলা জেলার উরি সেক্টরে পাক গোলাগুলিতে জখম হয়েছেন ১০ জন ভারতীয়। এছাড়া রাজৌরিতে ৩ ভারতীয় জখম হয়েছেন।
উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর ‘বদলা’ নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি।রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রাথমিক আপডেটে দাবি করা হচ্ছে, বাহাওয়ালপুরে ৩০ জনের মৃত্যু হয়েছে ভারতীয় হামলায়। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। মোট ৮টি জায়গায় ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।

রিপোর্ট অনুযায়ী, এসব হামলায় এখনও পর্যন্ত ৯০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। মুরিদকেতে ৩০ জন জঙ্গিকে খতম করা হয়েছে। অন্যান্য ক্যাম্পেও কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে। বহাওয়ালপুরেও ৩০ জনের মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। যদিও পাকিস্তান এই নিয়ে মিথ্যা দাবি করছে। তাদের দাবি, কোনও জঙ্গি মারা যায়নি। বরং শিশু এবং মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে ভারতের অভিযানে।