‘পুরো পার্টির মুখে জুতো মারা উচিত! TMC থাকলে এই ধরণের সমাজবিরোধীরাই নেতা হবে’

Spread the love

ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই তৃণমূল পার্টিটা থাকলে এই ধরণের জঘন্য মানুষ, এই ধরণের সমাজবিরোধী এরাই নেতা হবে।’

এদিন দিলীপবাবু বলেন, ‘অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে তাঁকে অশালীন কথা বলতে শোনা যাচ্ছে। ওদের মুখপাত্র বলছেন, তৃণমূল তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয় না। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নেই তো। ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন। যেই এক্সপোজ হয়ে গেছে তখন রাতারাতি ব্যবস্থা… এটা – সেটা; লোক দেখানো সব। ও সব চাপা পড়ে যাবে। এই লোকগুলো ছাড়া তৃণমূল চলবে না। এরাই তৃণমূল।’

অনুব্রতর পুলিশি তলব এডানো নিয়ে সুকান্তবাবু বলেন, ‘থানায় না গেলে কী করবে পুলিশ? পুলিশকে যে ভাষায় উনি কথা বলেন তাতে পুলিশের দম আছে একটা FIR করবে, ডেকে কথা বলবে? যাবে, চা খেয়ে চলে আসবে। কেস ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কী ভাবে এদের সম্পর্কে? আসানসোল থেকে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোকে জুতো ছুড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই তৃণমূল পার্টিটা থাকলে এই ধরণের জঘন্য মানুষ, এই ধরণের সমাজবিরোধী এরাই নেতা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *