পোষ্যর আচমকা আক্রমণে জেরবার সুদীপার ছেলে

Spread the love

অনেক তারকাদের মতো সুদীপার বাড়িতেও রয়েছে, ছোট্ট একটি পোষ্য, যার নাম ভান্টু। এটি গ্রেট ডেন প্রজাতির কুকুর। বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গেই ভান্টুর খুব বন্ধুত্ব। তবে সব থেকে বেশি বন্ধুত্ব অভিনেত্রীর ছেলে আদিদেবের সঙ্গে।

ভান্টুর সঙ্গেই সারাদিন খেলা করে সময় কেটে যায় আদিদেবের। দাদা-ভাইয়ের মতো সম্পর্ক তাদের। কিন্তু যে ভান্টু আদির খেলার সঙ্গী, সেই সারমেয়র আক্রমণেই জেরবার আদিদেব। যদি এমন কাণ্ড ঘটবে তা হয়তো পরিবারের কেউই ভাবতে পারেননি।

কী ঘটেছিল?

সবে দুদিন আগেকার ঘটনা। আর পাঁচটা দিনের মতোই বাড়িতে ভান্টুর সঙ্গে খেলছিল আদি। তবে কোনও কারনে সেদিন সারমেয় অসুস্থ ছিল, তাই বারবার আদি তার গায়ে উঠতে চাইলে বিরক্ত বোধ করে সে। বারবার সরে যাচ্ছিল সে, কিন্তু আদির ছোট্ট মন তা বুঝতে পারেনি।

এইভাবে চলতে চলতে আচমকাই আদির ওপর আক্রমণ করে বসে ভান্টু। কপালে গভীর ক্ষত হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন পরিবারের সকলে। প্রথম কয়েকদিন জ্বরে এবং ব্যথায় ভীষণ কষ্ট পেলেও এখন আদিদেব অনেকটাই ভালো আছে।

আদি এখন আগের থেকে অনেকটা সুস্থ। অন্যদিকে দাদা ভান্টুর সঙ্গে ফের বন্ধুত্ব হয়ে গিয়েছে ভাই আদির। আবার পুরনো ছন্দে ফিরে এসেছে তারা। অন্যায় করে প্রথমে কিছুটা ভাইয়ের থেকে দূরে দূরে থাকলেও এখন আবার ভাইয়ের সঙ্গে খেলায় ব্যস্ত ভান্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *