প্রকাশিত হল জুনিয়র হকি বিশ্বকাপের সূচি

Spread the love

ভারত এবং পাকিস্তান একসঙ্গে একই গ্রুপে! সামনে এলো হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপের সূচি। আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এর এই সূচি দেখে অনেকেই অবাক হয়েছেন। হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপের আসর এবার ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে।

শনিবার সুইজারল্যান্ডের লোজানে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় এবং মোট ছয়টি গ্রুপ নির্ধারণ করা হয়। এবারের আসরে প্রথমবারের মতো ২৪টি দল অংশ নিচ্ছে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

এফআইএইচ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ তামিলনাড়ু, ভারত ২০২৫ চেন্নাই এবং মদুরাই শহরে অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইএইচ প্রেসিডেন্ট তায়্যাব ইকরাম, হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং এবং হকি ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল আরকে শ্রীবাস্তব।

গ্রুপ বিন্যাস:

পুল এ: জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড

পুল বি: ভারত, পাকিস্তান, চিলি, সুইজারল্যান্ড

পুল সি: আর্জেন্তিনা, নিউজিল্যান্ড, জাপান, চিন

পুল ডি: স্পেন, বেলজিয়াম, মিশর, নামিবিয়া

পুল ই: নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া

পুল এফ: ফ্রান্স, অস্ট্রেলিয়া, কোরিয়া, বাংলাদেশ

তায়্যাব ইকরাম বলেন, এই বিশ্বকাপ ভারতের হকি পরিকাঠামো উন্নয়নের একটি বড় সুযোগ এনে দিচ্ছে। তায়্যাব ইকরাম বলেন, ‘এই প্রথমবারের মতো ২৪টি দল নিয়ে জুনিয়র বিশ্বকাপ শুরু হতে চলেছে — এটি এফআইএইচ-এর যুবসমাজকে সম্পৃক্ত এবং ক্ষমতায়নের কৌশলের অংশ। উদীয়মান দেশগুলোর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপ মদুরাই শহরে একটি নতুন, আধুনিক হকি স্টেডিয়াম তৈরির সুযোগও এনে দেবে।’ হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান দেশের হকি এবং খেলোয়াড়দের প্রতি তাঁর নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য।

তিনি বলেন, ‘আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনজিকেও ধন্যবাদ জানাই, যিনি রাজ্যে এবং তার বাইরেও হকিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।’ উল্লেখ্য, বর্তমান জুনিয়র পুরুষ হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, যারা ২০২৩ সালে ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা জেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *