প্রকাশ্যে এল ‘সরজমিন’-এর ফার্স্ট লুক

Spread the love

‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের অভিনয় তেমন ভালো লাগেনি দর্শকদের। তবে এবার ‘সরজমিন’ ছবিতে ইব্রাহিমের লুক দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কাজল, ইব্রাহিম এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এই ছবিটির ফার্স্ট লুক এলো প্রকাশ্যে।

জিও হটস্টার তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। এক মিনিটের এই ভিডিয়োয় শুধু অভিনেতা-অভিনেত্রীদের ফাস্ট লুক প্রকাশে এসেছে তা নয়, প্রকাশ্যে আনা হয়েছে ছবি মুক্তির তারিখও। আগামী ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

পৃথ্বীরাজ যখন সীমান্তে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন তখন বাড়িতে স্বামীকে নিয়ে চিন্তা করেন কাজল। তবে কাজল এবং পৃথ্বীরাজকেও ছাপিয়ে গিয়েছে ইব্রাহিমের নতুন লুক। একমুখ দাঁড়ি নিয়ে ইব্রাহিমকে এই ছবিতে সম্ভবত কোনও জঙ্গির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।

তুমুল অ্যাকশন, দেশের বিরুদ্ধে জঙ্গি হানা এবং জঙ্গিদের বিরুদ্ধে সেনাদের লড়াই, এই সবকিছুই ফুটে উঠবে ছবির মাধ্যমে। তবে ছবির যে অন্যতম আকর্ষণ হতে চলেছেন ইব্রাহিম, সেটা মোটামুটি এই ফাস্ট লুক দেখলেই বোঝা যাচ্ছে। তবে ইব্রাহিমের অভিনয় কতটা মানুষকে মুগ্ধ করতে পারবে সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, চলতি বছরে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’ মুক্তি পেয়েছিল। এই ছবিতে খুশি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন ইব্রাহিম। তবে খুশি বা ইব্রাহিম কেউই দর্শকদের খুশি করতে পারেননি। ইব্রাহিমের এই দ্বিতীয় ছবিটি মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে পারবে কিনা, সেটা ছবি মুক্তি হলেই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *