ভৌতিক কমেডি ছবি ‘সর্দার জি ৩’ মুক্তি পাবে আগামী ২৭ জুন। বহু প্রতিক্ষিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দিলজিৎ দোসাঁঝ ও নীরু বাজওয়াকে। ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল সিনেমার অফিসিয়াল টিজার।
টিজার প্রসঙ্গে
টিজারটি শুরু হয় আমেরিকার একটি ভুতুড়ে দুর্গে বেশ কিছু মানুষ প্রবেশের মাধ্যমে। যারা ওই দুর্গের মধ্যে প্রবেশ করেন, তারা অলৌকিক কিছু অস্তিত্বের কথা বুঝতে পারেন। এরপরেই ডেকে আনা হয় দিলজিৎকে। কমেডি শুরু হয় যখন দিলজিৎ মহিলা ভূত অর্থাৎ পিশাচিনীদের সঙ্গে কথোপকথন চালান। একদিকে রহস্য অন্যদিকে কমেডি, সব মিলিয়ে জমজমাট এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
তবে সিনেমাটি মুক্তির আগেই বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছে ছবিটি। সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার, সেলিম আলবেলা অভিনয় করার জন্য এই ছবিটিকে বয়কট করার দাবি জানিয়েছেন অনেকে। অনেকে আবার অভিনেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি আক্রমণে মারা যান ২৬ জন নিরাপরাধ পর্যটক। এই গোটা ঘটনায় ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। ভারত সরকার নিষিদ্ধ করে দেন পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ক্ষেত্রে। এতকিছুর পরেও যে ছবিতে হানিয়া আমির সহ একাধিক পাকিস্তানি শিল্পী রয়েছেন, সেই ছবিটি কীভাবে ভারতে মুক্তি পায় তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।