প্রকাশ্যে ‘বাতাসে গুনগুন’-এর ট্রেলার

Spread the love

হইচইয়ের পর্দায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘বাতাসে গুনগুন’, সেখানেই ত্রিকোণ প্রেমের গল্পে ধরা দেবেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে ও সৃজলা গুহ। প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।

সিরিজে সুহোত্রকে দেখা যাবে ‘অরিন্দম’-এর ভূমিকায়। ‘অরিন্দম’ পেশায় একজন শিক্ষক। কলেজে পড়ায় সে। মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী ‘মিথিলা’র ভূমিকায়। ‘মিথিলা’ একজন গৃহবধূর। অন্যদিকে, সৃজলাকে দেখা যাবে ‘পল্লবী’র ভূমিকায়। সে এই সিরিজে কলেজের এক পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন।

ট্রেলারের শুরুতে দেখা গিয়েছে একটি নৌকার উপর দাঁড়িয়ে সুহোত্র, সে জলে ঝাঁপ দিয়ে পড়ে যায়। আবহেও ভেসে ওঠে সুহোত্ররই গলা। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘পল্লবী পট্টনায়ক, আমার জীবনের নেমেসিস’। তারপর পর্দায় ভেসে ওঠে সৃজলার মুখ, অন্যদিকে হাসি মুখে ধরা দেয় সুহোত্রও, সঙ্গে আবহে ভেসে আসে আইকনিক গান ‘বাতাসে গুনগুন’-এর লাইন, ‘মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে…’। তারপর ফের শোনা যায় সুহোত্রর কন্ঠ স্বর, ‘দশমাস আগে ফিরে যেতে পারলে জীবনের এই চিত্রনাট্যে কন্ট্রোল জেড মেরে দিতাম। তারপর আবারও সুহোত্র আর সৃজলার নানা মিষ্টি মুহূর্তের কোলাজ ধরা পরে, সঙ্গে বাজতে থাকে, ‘পাগল দাও না করে এই রাতে আমাকে…’।

এরপরই ট্রেলারের মুড বদলে যায়। শিক্ষকদের স্টাফ রুমে সৃজলা ও সুহোত্র থুড়ি ‘পল্লবী’ ও ‘অরিন্দম’-এর ঠান্ডা লড়াই দেখা যায়। এরপরই পর্দায় ধরা দেন শিলাজিৎ। এই সিরিজে তিনি ‘প্রকাশ পট্টনায়ক’। এই ‘প্রকাশ’ একাধারে কলেজের ব্যবস্থাপনা কমিটির মাথা। অন্যদিকে, অসামাজিক কাজের সঙ্গে জড়িত প্রভাবশালী একটা মানুষ। তারপর ফের পর্দার ‘অরিন্দম’কে বলতে শোনা যায় যে সে তাঁর ‘পল্লবী’ নয় বরং তাঁর স্ত্রী ‘মিথিলা’কে ভালোবাসে। আর তারপর থেকেই পল্লবী কখনও ব্লাস্ট করা তো কখনও এক ব্যক্তির গায়ে কেরসিন তেল ঢালার মতো সব অদ্ভুত কাজ করতে থাকে। তারপর একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে। সব শেষে ফের ‘অরিন্দম’-এর কন্ঠে শোনা যায়, ‘যে মানুষ বাধ্য তার থেকে দুর্ভাগ্য আর কেউ নেই।’ কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন খাতে বইবে ‘অরিন্দম-মিথিলা-পল্লবী’র জীবন? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ২০ জুনের, কারণ এদিনই সিরিজটি হইচইয়ে মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *