প্রথমবার ৯০ মিটার পেরিয়ে ইতিহাস গড়েও জুলিয়ানের কাছে হার নীরজের

Spread the love

কেরিয়ারে প্রথমবার ৯০ মিটার বা তারও বেশি দূরে জ্যাভেলিন ছুঁড়ে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। তবে তা সত্ত্বেও দোহা ডায়মন্ড লিগে ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় ভারতীয় তারকাকে। কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স উপহার দিয়েও দোহায় দ্বিতীয় স্থানে জ্যাভেলিন ইভেন্ট শেষ করেন নীরজ। একেবারে শেষ থ্রোয়ে বাজিমাত করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। নীরজের মতো তিনিও নিজের কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স মেলে ধরেন শুক্রবার।

বর্ণোজ্জ্বল কেরিয়ারে ২টি অলিম্পিক পদক জিতলেও নীরজ আগে কখনও ৯০ মিটারের গণ্ডি পেরোতে পারেননি। তিনি ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে। নীরজ ২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো জেতেন ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে। অর্থাৎ, প্যারিসে নীরজ ৯০ মিটারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। যদিও এতদিন নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ছিল ৮৯.৯৪ মিটারের, যা তিনি ২০২২ সালে স্টকহোমে অর্জন করেন।

দোহায় নীরজের পারফর্ম্যান্স

শুক্রবার দোহায় প্রথম প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ, যা তখনও পর্যন্ত তাঁর মরশুমের সেরা পারফর্ম্যান্স ছিল। দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। তৃতীয় প্রচেষ্টায় ৯০.২৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স নথিবদ্ধ করেন নীরজ। ভারতীয় তারকা চতুর্থ প্রচেষ্টায় ৮০.৫৬ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন। তিনি পঞ্চম প্রচেষ্টায় ফাউল থ্রো করেন। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় নীরজ ৮৮.২০ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন।

শেষ থ্রোয়ে বাজিমাত জুলিয়ানের

একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লিডার বোর্ডের শীর্ষে ছিলেন নীরজ। তবে জার্মান তারকা জুলিয়ান ওয়েবার তাঁর শেষ প্রচেষ্টায় ৯১.০৬ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন এবং টপকে যান নীরজকে। জুলিয়ানও এই প্রথমবার ৯০ মিটার বা তারও বেশি দূরে জ্যাভেলিন ছোঁড়েন।এই ইভেন্টের আগে জুলিয়ানের কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স ছিল ৮৯.৫৪ মিটার, যা তিনি ২০২২ সালে হেঙ্গেলোতে অর্জন করেন। শুক্রবার দোহায় পঞ্চম প্রচেষ্টায় ৮৯.৮৪ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে ওয়েবার প্রথম নিজের পুরনো রেকর্ড ভাঙেন। শেষ থ্রোয়ে নিজের পারফর্ম্যান্সে আরও উন্নতি করে এক নম্বরে উঠে আসেন জুলিয়ান। নীরজকে ইভেন্ট শেষ করতে হয় দ্বিতীয় স্থানে থেকে।

৮৫.৬৪ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে তৃতীয় স্থানে থাকেন গ্রেনাদার অ্যান্ডারসন পিটার্স। এই ইভেন্টে ভারতের অপর অ্যাথলিট কিশোর জেনা সর্বোচ্চ ৭৮.৬০ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে ৮ নম্বরে থাকেন। এটি তাঁর মরশুমের সেরা পারফর্ম্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *