প্রথম বিধবা বিবাহ হয়েছিল এখানেই! ছিলেন বিদ্যাসাগর স্বয়ং

Spread the love

বাংলা তথা ভারতের গর্বের ইতিহাস জড়িয়ে রয়েছে যে বাড়ির সঙ্গে, এবার সেই বাড়িকেই ‘হেরিটেজ’ স্বীকৃতু দিতে চলেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। সেই বাড়ির বর্তমান ঠিকানা – ৪৮-এ কৈলাস বোস স্ট্রিট। অতীতে যা ছিল – ১২ সুকেশ স্ট্রিট। তথ্য বলছে, এই বাড়িতেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল। দাঁড়িয়ে থেকে এক বিধবা তরুণীর বিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়।

বিদ্যাসাগরের অনেক লড়াই, অনেক সংগ্রামের ফসল ছিল ১৮৫৬ সালের ২৬ জুলাই পাশ হওয়া বিধবা বিবাহ আইন। সেই বছরেরই ৭ ডিসেম্বর কলকাতার উল্লেখিত বাড়িটিতে প্রথম বিধবা বিবাহ দেওয়া হয়। তবে, বর্তমানে বিরাট আকারের এই বাড়ির অধিকাংশই পরিত্যক্ত। বাড়ির বর্তমান মালিক থাকেন শহরের বাইরে। দেখভালের জন্য রয়েছেন একজন পরিচারিকা ও একজন পুরোহিত। সঙ্গে রয়েছেন একজন নিরাপত্তারক্ষী।

ঘটনা হল, যে বাড়ি এমন গর্বিত ইতিহাসের সাক্ষী, এতদিন সেই বাড়ির অস্তিত্বের কথা জানতই না কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু, অতি সম্প্রতি এই বাড়ির ইতিহাস সম্পর্কে অবহিত হন কলকাতা পুরনিগমের মেয়র পরিষদ (হেরিটেজ) স্বপন সমাদ্দার। এরপরই এই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। সেই স্বীকৃতি চলে এলে বাড়িটির সংস্কার ও সংরক্ষণের কাজে সরকারি সাহায্য পাওয়া যাবে।

কলকাতা পুরনিগমের এক আধিকারিক এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এমন একটি ঐতিহ্যশালী এবং ঐতিহাসিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাড়ি যে কলকাতা শহরে রয়েছে, তা পুর-কর্তৃপক্ষের জানাই ছিল না! মেয়র পরিষদ স্বপন সমাদ্দার যখন বিষয়টি নিয়ে পুরনিগমের আধিকারিকদের নির্দেশ দেন, তখনই বিষয়টি আমাদের নজরে আসে। আমরা দ্রুততার সঙ্গে বাড়িটিকে হেরিটেজ ঘোষণার কাজ শুরু করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *