প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ৭১তম বিবাহ-বার্ষিকী উদযাপন করলেন ধর্মেন্দ্র

Spread the love

দ্বিতীয়বার হেমা মালিনীর(Hema Malini) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র। তবে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি তিনি। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী হলেন প্রকাশ কৌর। ধর্মেন্দ্র দুই স্ত্রী ও পরিবার উভয়ের সঙ্গেই সময় কাটান। সম্প্রতি ধর্মেন্দ্র ও প্রকাশ কৌর ৭১তম বিবাহবার্ষিকী ছিল, যা তাঁরা দুজনে একসঙ্গে উদযাপন করেছেন। এই সময় ডিজিটাল ডেস্ক সেই ছবি শেয়ার করেছেন ববি দেওলও।

ববি একটি ছবি শেয়ার করেছেন যেখানে ধর্মেন্দ্রকে গলায় মালা পরতে দেখা গেছে। ধর্মেন্দ্র ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং প্রকাশ তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরছেন। ছবিটি শেয়ার করে ববি লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী মা ও বাবা। ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন। অভিনেতা বলিউডে অভিষেকের আগেই প্রকাশকে তাঁর জীবনসঙ্গী করেছিলেন। তখন ধর্মেন্দ্রর বয়স ছিল মাত্র ১৯ বছর। ধর্মেন্দ্র ও প্রকাশের চার সন্তানও রয়েছে।

এরপর ১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ ছবিতে কাজ করার সময় হেমার সঙ্গে ধর্মেন্দ্রর পরিচয় হয়। দু’জনের বেশকিছুদিন প্রেম করার পরে বিয়ে করেছিলেন। তবে অভিনেতাকে প্রকাশ কৌর ডিভোর্স দেননি কখনও। আর তাই ইসলাম ধর্ম গ্রহণ করে একে অপরকে বিয়ে করেছিলেন হেমা ও ধর্মেন্দ্র। যদিও তাঁরা হিন্দু রীতিনীতি মেনেই জীবনযাপন করেন। বিয়ের পর তাঁদের উভয়েরই দুটি কন্যা সন্তান রয়েছে এশা দেওল এবং অহনা দেওল।

এদিকে অভিনয় দুনিয়ায় ধর্মেন্দ্রর শেষ ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’তে দেখা গিয়েছিল। যেখানে শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন প্রধান চরিত্রে ছিলেন। ববির কথা বলতে গেলে, তাকে এখন শর্বরী ওয়াঘ এবং আলিয়া ভাটের স্পাই ইউনিভার্স ফিল্ম আলফাতে দেখা যাবে, যেখানে তিনি খলনায়ক হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *