প্রথম স্থান হাতছাড়া জগদ্ধাত্রীর! TRP তালিকায় সেরা ৫-এ কারা?

Spread the love

চলতি সপ্তাহে বেঙ্গল টপার শিরোপা হাতছাড়া হল জগদ্ধাত্রী ধারাবাহিকের। চমক দিয়ে প্রথম স্থানে উঠে এল রাঙামতী তীরন্দাজ। কী হাল পরশুরাম আজকের নায়ক, ফুলকিদের? চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ৫ এ রয়েছে কারা?

চলতি সপ্তাহে এক নম্বরে রয়েছে স্টার জলসার রাঙামতী তীরন্দাজ। রাঙামতী একা নেই প্রথম স্থানে, বেঙ্গল টপার তকমা এই সপ্তাহেও মোটেই হাতছাড়া করেনি পরশুরাম আজকের নায়ক। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। এই সপ্তাহে এই ধারাবাহিক এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় নম্বরে রয়েছে এক সময়ের বেঙ্গল টপার পরিণীতা। এই ধারাবাহিক পেয়েছে ৬.৮ নম্বর।

চতুর্থ স্থানে রয়েছে ফুলকি। জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৬.৫। পাঁচ নম্বরে রয়েছে চিরসখা। কমলিনী এবং স্বতন্ত্রর এক অন্যরকম প্রেম কাহিনির এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪।

এক ঝলকে এই সপ্তাহের সেরা ১০:

প্রথম: রাঙামতী তীরন্দাজ / পরশুরাম আজকের নায়ক ( ৭.৫ )

দ্বিতীয়: জগদ্ধাত্রী ( ৬.৯ )

তৃতীয়: পরিণীতা ( ৬.৮)

চতুর্থ: ফুলকি ( ৬.৫ )

পঞ্চম: চিরসখা ( ৬.৪ )

ষষ্ঠ: গৃহপ্রবেশ ( ৬.০ )

সপ্তম: কথা ( ৫.৮ )

অষ্টম: কোন গোপনে মন ভেসেছে ( ৫.৪ )

নবম: চিরদিনই তুমি যে আমার ( ৫.২ )

দশম: অনুরাগের ছোঁয়া + রোশনাই ( ১৫ মিনিট) ( ৪.৯ )

সদ্য শুরু হওয়া বুলেট সরোজিনী বিশেষ সুবিধা করতে পারছে না আনন্দীর বিপরীতে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ১.৮। নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নম্বর ওয়ানের সানডে এপিসোড ৪.২ পেয়েছে। বাকি সপ্তাহে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো পেয়েছে ১.৫ এবং ২.১ নম্বর। ড্যান্স বাংলা ড্যান্স এই সপ্তাহে পেয়েছে ৩.৯ নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *