আগামী ২৯ মে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আলিপুরদুয়ারে ২টি সভা করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভাটির প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি। আর তারই মধ্যে এল আশঙ্কার খবর। প্রধানমন্ত্রীর সফরের দিনই রাজ্যে হানা দিতে পারে ঘূর্ণিঝড়। এমনটাই জানাচ্ছে আবহাওয়ার একাধিক মডেল। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে আলিপুরদুয়ারেও। প্রধানমন্ত্রীর সফরকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেখানে।
পূর্বাভাস বলছে, আগামী রবিবার আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার ভূভাগে প্রবেশ করবে। তবে সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হ ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে। মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গে আঘাত হানার সাম্প্রতিক ইতিহাস রয়েছে। ফলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে ঘূর্ণিঝড় হলেও ২৯ মে উত্তরবঙ্গে তার প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা কম। ফলে প্রধানমন্ত্রীর সভা বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।
আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ২টি সভা করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে একটি হবে বিজেপির রাজনৈতি সভা। সেই সভা হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। অন্য সভাটি হবে সরকারি আয়োজনে। সেই সভার স্থান এখনও জানা যায়নি। ইতিমধ্যে রাজনৈতিক সভাটির প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর সফর নিয়ে রাজ্য রাজনীতিতে বিশেষ উৎসাহ দেখা গিয়েছে।