প্রয়াত অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়! মন খারাপ শ্রুতির

Spread the love

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। যদিও টলিপাড়ায় তিনি ছিলেন সকলের প্রিয় ‘মিঠু দা’। জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ ৩০ এপ্রিল সন্ধ্যার দিকে শরীরে আচমকাই অস্বস্তি হতে শুরু করে হরিদাস চট্টোপাধ্যায়ের। ওই দিন রাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। কলকাতার কালিকাপুরের এক হাউজিংয়ে ভাড়া থাকতেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ রক্তচাপ ওঠানামা করত।

তাঁর মৃত্যুতে বাংলা বিনোদন দুনিয়ার শিল্পীদের আজ ভীষণ মন খারাপ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় লেখেন, ‘মিঠু দা, ভালো থেকো। মনে রাখবো তোমায় আজীবন।’ ইটিভি ভারত-কে দেবনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘যতদূর শুনলাম গতকাল রাতেই উনি মারা গিয়েছেন দাহও সম্পন্ন হয়ে গিয়েছে। উনি বার্ধক্যজনিত কারণে নানান সমস্যায় ভুগছিলেন। মিঠু দা বহু সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন। সকলের অত্যন্ত প্রিয় ও কাছের মানুষ ছিলেন। উনি নাটকও করেছেন আবার পরিচালনাও করেছেন। ডিরেক্টরস গিল্ডের সদস্য ছিলেন। মিঠু দা চলে গেলেন। তবে কষ্ট পাচ্ছিলেন। মিষ্টভাষী, একজন মনে রাখার মতো মানুষ ছিলেন উনি।’

এদিকে টেলপর্দার জনপ্রিয় ‘ত্রিনয়নী’ সিরিয়ালে শ্রুতি দাসের দাদুর ভূমিকায় অভিনয় করেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রুতি দাস বলেন, ‘দিদিভাই ডাকটা খুব মিস করব।’

হরিদাস চট্টোপাধ্যায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ (১৯৫৮) এবং ‘সাড়ে আট ঘণ্টা’ (১৯৬১) সহ বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেছেন হরিদাস চট্টোপাধ্যায়। শেষবার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে শ্রুতি দাসের দাদুর চরিত্রে অভিনয় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *