প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

Spread the love

বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত ‘বিগ বস ১৩’ প্রতিযোগী এবং ‘কাঁটা লাগা গার্ল’, অভিনেত্রী শেফালি জারিওয়ালা(Shefali Jariwala)। জানা যাচ্ছে, গত ২৭ জুন রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় শেফালির। তাঁর স্বামী পরাগ ত্যাগী সহ আরও তিনজন তাঁকে মুম্বইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে তাঁর দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। মৃত্যুকালে শেফালির বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের রিসেপশনিস্ট এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগী ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বহু মানুষ। আলি গনি, রাজীব আদাতিয়া সহ আরও অনেকেই শেফালির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

আলি গনি লিখেছেন, ‘শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত ও দুঃখিত। জীবন বড়ই অনিশ্চিত। RIP।’ অন্যদিকে রাজীব আদাতিয়া শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘এটা খুবই মর্মান্তিক। খুবই দুঃখজনক।’ এই দুঃসংবাদটি বিশ্বাস করতে পারছেন না বলে লিখেছেন অভিনেত্রী মোনালিসা-। শেফালির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে আশা করা হচ্ছে শীঘ্রই তাঁদের তরফে এই খবর সামনে আনা হবে। জানা যাচ্ছে, বর্তমানে শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর পরিবারের অভিনেত্রীর শেষকৃত্যের প্রস্তুতি চলছে।

শেফালি জারিওয়ালা ২০০২ সালের সুপারহিট গান ‘কাঁটা লাগা’ মিউজিক অ্যালবামের হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপরে তিনি ‘মুঝসে শাদি করোগি’র মতো ছবি সহ আরও অ৩৫টি মিউজিক ভিডিয়োতে। টিভি শো ‘নাচ বালিয়ে ৫’, ‘বিগ বস ১৩’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন শেফালি।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সব সময় আলোচনায় ছিল। তিনি প্রথমে হরমিত গুলজারকে বিয়ে করেছিলেন, ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তবে সেই বিয়ে ভেঙে যায়। তার পর অন্তরালেই ছিলেন পরে পরাগ ত্যাগীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। কিছুদিন আগে, শেফালি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শৈশবে তাঁর মৃগী রোগ হয়েছিল এবং এই রোগের কারণে তিনি মারাও যেতে পারেন। তবে তিনি তাঁর জীবনযাত্রা ও সাহস দিয়ে রোগটি অনেকাংশে নিয়ন্ত্রণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *