প্রয়াত ‘গল্প দাদুর আসর’-এর মিহির বন্দ্যোপাধ্যায়

Spread the love

আকাশবাণীর প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ১৬ মে কলকাতাতে প্রয়াত হন তিনি। এদিন তাঁর মৃত্যু সংবাদ আকাশবাণী সংবাদ কলকাতার তরফে নিশ্চিত করা হয়েছে।

প্রয়াত মিহির বন্দ্যোপাধ্যায়

১৬ মে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিহির বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি আকাশবাণী কলকাতার প্রাক্তন ঘোষক ছিলেন। ১৯৬৫ সালে তিনি আকাশবাণী কলকাতার ঘোষক হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন।

মিহির বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় সবিনয় নিবেদন, গল্প দাদুর আসর সহ একাধিক অনুষ্ঠান দারুণ জনপ্রিয় হয়েছিল। এছাড়া বেশ কিছু পুরোনো বাংলা সিনেমার গানের অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেন। শুধু তাই নয়, সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি। নিজেও একাধিক গান রচনা করেছিলেন। এছাড়াও আকাশবাণী কলকাতার বিষয়ে তাঁর জ্ঞানের ভাণ্ডার ছিল বিপুল।

তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগী, সহকর্মীরা। এক ব্যক্তি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমাদের প্রজন্মের মানুষ যারা রেডিও শুনতে শুনতে বড়ো হয়েছি ওঁকে ভুলতে পারব না।’ আরেকজন লেখেন, ‘চাকরি জীবনে ওঁর স্নেহ পেয়েছিলাম। মিহিরদাকে নানা সময়ে মনে পড়ে। আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘ওনার কণ্ঠ ছিল মধুময়, আজও কানে বাজে। বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ওম্ শান্তি।’ চতুর্থ জন লেখেন, ‘তাঁর কণ্ঠে সবিনয় নিবেদন ও গল্প দাদুর আসর শুনেছি। আকাশবাণী কলকাতায় ওঁর কণ্ঠস্বর শুনতে শুনতে আমরা বড় হয়েছি, শ্রদ্ধা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *