প্রয়াত পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খান

Spread the love

পাকিস্তানের করাচিতে নিজ বাসভবন থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি। গুলশান-ই-ইকবাল ব্লক ৭ এর ফ্ল্যাট থেকে যখন তার লাশ পাওয়া যায় তখন সেটার অবস্থা খুবই খারাপ ছিল। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পুলিশ জানিয়েছে, আয়েশা খান গত কয়েক বছর ধরে একা থাকতেন এবং জনজীবন থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেউ দরজা খোলেনি। পুলিশ দরজা ভেঙে ভিতরে গেলে অভিনেত্রীর পচাগলা দেহ দেখতে পায়।

মৃত্যুর কারণ?

মরদেহ প্রথমে করাচির জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ময়নাতদন্ত করা হয়। এরপর মরদেহ সোহরাব গোথে ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি স্পষ্ট করতে পুলিশ প্রতিবেশী এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। ‘আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘ডালিজ’, ‘ক্র্যাকস’, ‘বোল মেরি ফিশ’, ‘এক অউর আসমান’-এর মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি। এছাড়া ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘মুসকান’, ‘ফাতিমা’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক পাকিস্তানি শিল্পী সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শোক প্রকাশ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্মৃতি ও পুরনো কাজ শেয়ার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *