‘প্রয়োজনে পরের মিশনের জন্য তৈরি’! সিঁদুরেই শেষ নয়

Spread the love

পাক সেনার সঙ্গে জঙ্গি প্রীতি কোন জায়গায় গিয়েছে তারই মুখোশ খুলছে ভারত। এবার ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে আমাদের লড়াই পাক মিলিটারির সঙ্গে নয়। জঙ্গিদের সঙ্গে। এটা দুর্ভাগ্যের পাক সেনারা জঙ্গিদের হয়ে ব্যাটিং করেছে। তার জবাব আমাদের দিতে হয়েছে। ওদের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে।

পহেলগাঁওতে পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। কার্যত এই ভাষাতেই সোমবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানকে আক্রমণ করল ভারতীয় সেনা।

সেনার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, আমাদের লড়াই পাকিস্তানের সেনার সঙ্গে নয়। আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে।

তবে ইতিমধ্য়েই বায়ুসেনার তরফে জানানো হয়েছে অপারেশন সিঁদুর এখনও চলছে। এসবের মধ্য়েই সোমবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান ডিজিএমও স্তরে বৈঠক। তার আগে ভারত কতটা বীরত্বের সঙ্গে লড়াই করেছে জঙ্গি দমনে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় সাংবাদিক বৈঠকে।

এয়ার ডিফেন্সকে কীভাবে আগে থেকেই তৈরি রাখা হয়েছিল তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া সাংবাদিক বৈঠকে।

এবার প্রশ্ন পরের কোনও মিশন হলে তার জন্য কতটা তৈরি রয়েছে দেশ?

এয়ারমার্শাল একে ভারতী জানিয়ে দিয়েছেন, আমাদের সমস্ত মিলিটারি বেস কার্যকরী রয়েছে। প্রয়োজনে পরের মিশনের জন্য তৈরি আমরা। আমরা তৎপর।

কার্যত এই একটি লাইন পাকিস্তানের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। একের পর এক এয়ারবেস ভেঙে চুরমার হয়ে গিয়েছে পাকিস্তানের। সেই ক্ষত কবে সারিয়ে উঠতে পারবে তা ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের। এসবের মধ্য়েই ভারত জানিয়ে দিল প্রয়োজনে পরের মিশনের জন্য় তৈরি রয়েছে ভারত। সেই সঙ্গেই সাধারণ ভারতবাসী কীভাবে সেনার এই মিশনের পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *