প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে চাকরিহারা শিক্ষকরা

Spread the love

প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারা শিক্ষকরা। মূলত কিছু যদি পরামর্শ মিলতে পারে সেই আশাতেই যান তাঁরা। রবিবার দুপুরে উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়িতে যান চাকরিহারা শিক্ষকদের একাংশ। মূলত তাঁরা চাকরি ফেরত পাওয়ার জন্য রাস্তা খুঁজছেন। আর সেই রাস্তার হদিশ পেতেই তাঁরা বিভিন্ন জনের কাছে যাচ্ছেন। একাধিক রাজনৈতিক দলের পার্টি অফিসেও গিয়েছেন তাঁরা। এবার গেলেন প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে। 

ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তবে চাকরিহারা শিক্ষকদের অনেকেই বলতে শুরু করেছেন পরীক্ষায় বসতে তাঁরা রাজি নন। সেক্ষেত্রে পরিস্থিতি এরপর কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই।রবিবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেন চাকরিহারা শিক্ষকরা। এরপর সেখান থেকে বেরিয়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, আইন কানুন বোঝেন তাঁদের সঙ্গে দেখা করছি। সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে মামলা লড়েছি। ওএমআর প্রকাশ হলে তবেই দুর্নীতির বিষয়টি সামনে আসবে। তাহলেই একমাত্র চাকরি ফেরত পাওয়া সম্ভব। আজ স্যারের থেকে পরামর্শ চাইতে গিয়েছিলাম। কিছু জিনিস জানতে পারলাম। কিছু জানা যায়নি। সবটা মিলিয়েই আমরা লড়ব।

আসলে চাকরি হারিয়ে একেবারে অথৈ জলে পড়ে গিয়েছেন শিক্ষকরা। কীভাবে চাকরি ফেরত পাবেন তারই রাস্তা খুঁজছেন তাঁরা। আর সেই নিরিখে নানা জনের সঙ্গে দেখা করছেন চাকরিহারা শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *