প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী

Spread the love

‘পাকিস্তানের একটা অতীত আছে’ – শেষপর্যন্ত ইসলামাবাদের সন্ত্রাসবাদের কালিমালিপ্ত ইতিহাসের কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। সম্প্রতি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফও জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানের সমর্থন এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছিলেন। গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত। কিন্তু পাকিস্তান বারবার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এই আবহে স্কাই নিউজের ইয়ালদা হাকিমের সঙ্গে কথোপকথনে বিলাবল ভুট্টো বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী যেমনটা বলেছেন, আমার মনে হয় না এটা কোনও গোপন বিষয় যে পাকিস্তানের একটা ইতিহাস আছে। তার ফলে আমরা অনেক ভুগেছি। পাকিস্তান ভুক্তভোগী হয়েছে। চরমপন্থার একের পর এক ঢেউয়ের মধ্যে দিয়ে গিয়েছি আমরা। কিন্তু, আমাদের যা পোহাতে হয়েছে, তার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা শিক্ষাও পেয়েছি। এই সমস্যার সমাধানের জন্য আমরা অভ্যন্তরীণ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ইতিহাসের কথা বলতে হলে, এটা ইতিহাস। আর ইতিহাস অর্থে এটা বোঝায় না যে আমরা আজও এটা করে চলেছি। তবে এটা যে আমাদের ইতিহাসের একটা দুর্ভাগ্যজনক অংশ সেটা মানতেই হবে।’

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, ‘সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো ঘৃণ্য কাজ গত তিন দশক ধরে করে এসেছি আমরা। এই কাজ পাকিস্তান করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির জন্য। এটা আমাদের ভুল ছিল। যার ফল আমাদের ভুগতে হচ্ছে।’ সেই এক সুরই শোনা গেল ভুট্টোর কণ্ঠেও।

পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইতিমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। তারমধ্যে অন্যতম হল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত। যার জেরে বড় প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তানে। ইতিমধ্যে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়েছেন, জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে। তারপরেই নিজের দেশের সন্ত্রাসবাদ কলঙ্কিত ইতিহাসের কথা প্রকাশ্যে স্বীকার করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *