প্রিয়াংশ ও প্রভসিমরনের চলতি IPL-এর ১টি করে হাফ-সেঞ্চুরি

Spread the love

আইপিএলের মতো টুর্নামেন্টে হাফ-সেঞ্চুরি করা সহজ নয় মোটেও। তাও আবার প্রথমবার আইপিএল খেলতে নামা কোনও ক্রিকেটারের পক্ষে আন্তর্জাতিক মানের বোলারদের সামলে রান তোলা নিতান্ত মুশকিল সন্দেহ নেই। পঞ্জাব কিংসের নবাগত ওপেনার প্রিয়াংশ আর্য যদিও চলতি আইপিএলে সেই কঠিন চ্যালেঞ্জ সামলাচ্ছেন অনায়াসে।

প্রিয়াংশ ইতিমধ্যেই চলতি আইপিএলে একটি শতরান ও একটি হাফ-সেঞ্চুরি করেছেন। পরিসংখ্যান বলছে চলতি আইপিএলের ১২টি ইনিংসে ব্যাট করে প্রিয়াংশ এখনও পর্যন্ত ৩৫৬ রান সংগ্রহ করেছেন। তবে বাস্তবে তাঁর পরিসংখ্যান আরও একটু ভালো হতে পারত। আরও ৭০ রান যোগ হতে পারত তাঁর খাতায়। তবে দুর্ভাগ্যের শিকার হওয়ায় প্রিয়াংশর ১টি হাফ-সেঞ্চুরি বাতিল হয় এবার।

একা প্রিয়াংশরই নয়, বরং পঞ্জাবের অপর ওপেনার প্রভসিমরন সিংয়েরও একটি অর্ধশতরান বাতিল হয় চলতি আইপিএলে। টুর্নামেন্টের পরিসংখ্যান অনুযায়ী প্রভসিমরন এখনও পর্যন্ত পঞ্জাবের হয়ে ১২টি ইনিংসে ব্যাট করে ৪৫৮ রান সংগ্রহ করেছেন। তিনি কোনও শতরান না করলেও হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। যদিও বাস্তবে তাঁর পরিসংখ্যান আরও একটু ভালো হতে পারত।

কেন বাতিল হয় দুই পঞ্জাব ওপেনারের হাফ-সেঞ্চুরি

আসলে ৮ মে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে ধরমশালার যে ম্যাচটি মাঝপথেই বন্ধ হয়ে যায়, সেটিকে পুরোপুরি বাতিল করে বিসিসিআই। সেই ম্যাচটি পুনরায় খেলা হবে বলে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। ২৪ মে পঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি নতুন করে খেলা হবে জয়পুরে। সুতরাং, ধরমশালায় যে ১০.১ ওভার খেলা হয়েছিল, তার পরিসংখ্যান আর বিবেচ্য হবে না।

উল্লেখযোগ্য বিষয় হল, মাঝপথেই পরিত্যক্ত হওয়া ধরমশালার সেই ম্যাচে পঞ্জাব ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছিল। প্রিয়াংশ আর্য ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭০ রান করে আউট হন। প্রভসিমরন সিং ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। অর্থাৎ, প্রিয়াংশর সেই ইনিংসের ৭০ রান ও প্রভসিমরনের অপরাজিত ৫০ রান তাঁদের খাতায় আর যোগ হবে না। তা বাতিল হিসেবে গণ্য হবে।

পঞ্জাব ইতিমধ্যেই আইপিএল ২০২৫-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। সুতরাং, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচটির ফলাফল তাদের কাছে বিশেষ মাথা ব্যাথার হয়ে দাঁড়াচ্ছে না। তবে ম্যাচটি নতুন করে শুরু হবে বলে স্থির হওয়ায় প্রিয়াংশ ও প্রভসিমরনের ব্যক্তিগত পরিসংখ্যানের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *