প্রীতি জিন্টার সঙ্গে একফ্রেমে মাহভাশ

Spread the love

চাহালের বিচ্ছেদের খবরের পাশাপাশি চর্চায় উঠে আসে তাঁর এবং আরজে মাহভাশের প্রেমের জল্পনা। বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে এই সুন্দরীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার। তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে বলে জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি যুজবেন্দ্র চাহালের চর্চিত প্রেমিকা মাহভাশ পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টার সঙ্গে ছবি তোলেন এবং শেয়ার করেন। সেটা দেখেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁদের নিয়ে।

কী ঘটেছে?

রবিবার আরজে মাহভাশ ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রীতি জিন্টার সঙ্গে জয়পুরের রামবাগ প্যালেসে তোলা এই ছবিগুলোতে তাঁদের দুজনকে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। দুজনের পরনেই ছিল চুড়িদার। দেশি লুকে নজর কাড়েন তাঁরা। প্রীতি জিন্টা পরেছিলেন হলুদ রঙের একটি কুর্তি। অন্যদিকে মাহভাশকে গোলাপি রঙের একটি স্লিভলেস কুর্তি এবং প্যান্টে দেখা যায় এদিন।

মাহভাশ এদিন প্রীতির সঙ্গে ছবিগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘জারা সবথেকে গর্জিয়াস, তাই না?’ তাঁর এই পোস্টে লাইক করতে দেখা যায় তাঁর চর্চিত প্রেমিক যুজি চাহালকে।

মাহভাশ এই ছবিগুলো পোস্ট করার পরই নতুন করে উসকে গিয়েছে তাঁর এবং যুজবেন্দ্র চাহালের প্রেম চর্চা। অনেকেই মনে করছেন প্রীতি এবং মাহভাশের এই ছবিগুলো বোধহয় ভারতীয় ক্রিকেটারই বুঝি তুলে দিয়েছে। এক ব্যক্তি সেই কথা মনে করে লেখেন, ‘চাহাল ভাই তো বেশ ভালোই ছবি তোলে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘চাহাল কই?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘ছবির ক্রেডিট যুজবেন্দ্র চাহালের।’

চলতি বছরের ধনশ্রী এবং চাহালের বিচ্ছেদ হয়। আর তাঁদের বিচ্ছেদের সময় থেকেই কখনও খেলার মাঠে কখনও রেস্তোরাঁ তো কখনও আবার বিমান বন্দর বা পঞ্জাব কিংসের টিম বাসের কাছে তাঁদের একত্রে দেখা মিলেছে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেননি মাহভাশ বা চাহাল। তবে তাঁদের অনুরাগীদের অনুমান তাঁরা চুটিয়ে প্রেম করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *