প্রেমিকের সঙ্গে রাত্রিবাস! বিয়ের কথা পাকা ছিল বর্ষার

Spread the love

চিরসখা ধারাবাহিকে ফের নতুন চমক! বুবলাইয়ের জীবনে আসতে চলেছে নতুন মোড়? এদিন স্টার জলসায় তরফে আনা প্রোমো ভিডিয়ো তেমনি ইঙ্গিত দিচ্ছে। বর্ষার অতীতের কোন সত্য প্রকাশ্যে আসবে?

কী ঘটেছে?

এদিন স্টার জলসায় তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে চিরসখার সেখানে দেখা যাচ্ছে মিঠি বর্ষার অতীতের কথা ফাঁস করে দিচ্ছে। জানাচ্ছে সম্রাট বলে একজনের সঙ্গে নাকি বর্ষার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তার সেই সম্পর্কের কথা তার বাবা মাও জানত। এমনকি বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল বর্ষা এবং সম্রাটের। তারা একত্রে রাত্রিবাস করেছিল বেড়াতে গিয়ে। কিন্তু সেই ছেলে বর্ষাকে ফেলে চম্পট দেয়। বিয়ে করেনি। এরপরই বুবলাইয়ের সঙ্গে বিয়ে হয়। আর এই সমস্ত কথাই বাড়ির সামনে ফাঁস করে দেয় মিঠি।

সব শুনে কী বলে বুবলাই?

সব জানার পর বড় ঠাকুমা যখন বলে বিয়ে যখন হয় গেছে তখন তো আর কিছু করার নেই। মেনে নেওয়া ভালো। সেটা শুনেই প্রতিবাদ করে ওঠে। বলে ‘কে বলেছে উপায় নেই? একবার বিয়ে হয়ে গিয়েছে বলে সেই বিয়ে ভাঙা যাবে না, এমন তো না।’ ফলে এই সময় দাঁড়িয়ে বুবলাই কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

চিরসখা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এই ধারাবাহিকটি রোজ রাত ৯ টা নাগাদ সম্প্রচারিত হয় স্টার জলসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *