ইতিমধ্যেই আইপিএল ২০২৫-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে আরসিবি। এখনও লিগের ২টি ম্যাচ বাকি রয়েছে তাদের। বিরাট কোহলিরা লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে সরাসরি টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামতে চাইবেন নিশ্চিত। আপাতত প্লে-অফের আগেই স্কোয়াডের ফাঁক-ফোকর ঢেকে ফেলায় নজর দিল বেঙ্গালুরু।
প্লে-অফের আগেই আরসিবির স্কোয়াড ছেড়ে দেশে ফিরবেন জেকব বেথেল। সুতরাং, গুরুত্বপূর্ণ নক-আউট পর্বে ব্রিটিশ তারকাকে দলে পাবে না বেঙ্গালুরু। তাই আগেভাগে বেথেলের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিল আরসিবি। বৃহস্পতিবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরসিবির স্কোয়াডে বিশেষ রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়।ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে ২৪ মে আইপিএল ছেড়ে দেশে ফিরবেন জেকব বেথেল। তিনি ২৩ মে লখনউয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগের ম্যাচে আরসিবির হয়ে মাঠে নামতে পারবেন। তবে ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে আরসিবি দল পাবে না বেথেলকে।

আরসিবি জেকব বেথেলের পরিবর্ত হিসেবে দলে নেয় কেকেআরের প্রাক্তন তারকা টিম সেফার্তকে। নিউজিল্যান্ডের ৩০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার এর আগে দিল্লি ক্যাপিটালস শিবিরেও ছিলেন। তিনি এখনও পর্যন্ত মোটে ৩টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। তবে বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-২০, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, লঙ্কা প্রিমিয়র লিগ ও ভাইটালিটি ব্লাস্টে খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে সেফার্তের।
সেফার্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত ২৬২টি টি-২০ ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৬৬টি ম্যাচে মাঠে নেমেছেন দেশের হয়ে। টি-২০ ক্রিকেটে ৩টি শতরান ও ২৮টি অর্ধশতরান-সহ ৫৮৬২ রান সংগ্রহ করেছেন সেফার্ত। তিনি সরকারিভাবে ২৪ মে থেকে আরসিবির প্লেয়ার হিসেবে গণ্য হবেন। যার অর্থ প্লে-অফের আগে আরসিবির হয়ে লিগের শেষ ম্যাচেও মাঠে নামতে পারবেন কিউয়ি তারকা। সেফার্তকে ২ কোটি টাকায় দলে নিচ্ছে বেঙ্গালুরু।