ফটোগ্রাফারকে তোপ সুয়াশ রাইয়ের

Spread the love

পরনে কমলা রঙের হল্টার নেক ড্রেস। মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পোজ দিচ্ছিলেন গ্ল্যামারাস অবনীত কৌর। রেড কার্পেটে তিনি ঢুকতেই তাঁর ছবি তুলতে ঝলসে ওঠে ক্যামেরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অবনীতের একাধিক ছবি ও ভিডিয়ো। তারই মধ্যে একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

কী এমন আছে সেই ভিডিয়োতে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাপারাৎজি অবনীতের বক্ষ বিভাজিকা তাক করে ভিডিয়ো করা হয়েছে, পরে অভিনেত্রীর মুখের উপর ফোকাস করা হয়। জুম করে ভিডিয়োটি শ্যুট করা হয়েছে। আর এভাবে ভিডিয়ো শ্যুট করা নিয়ে বেজায় বিরক্ত বেশ কিছু নেটিজেন। এটা নজরে আসতেই বেজায় চটেছেন অভিনেতা সুয়াশ রাই।

ভিডিয়োর নিচে কমেন্টে নিজের ক্ষোভ উগরে দিতেও পিছপা হননি সুয়াশ। তিনি লিখেছেন, ‘কেন জুম করেছেন? নিজেও ঢুকে পড়বেন নাকি? হ্যাঁ, অবনীতকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু আপনারা এটা কী করছেন? ভদ্রতা নেই কোনও? এটা দেখলে আপনাদের বাড়ির মহিলারা ভালো বলবেন তো! এটা খুবই খারাপ।’

তবে শুধু সুয়াশ রাই-ই নন, ফটোগ্রাফারের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন, ‘হ্যাঁ উনি সুন্দরী, কিন্তু এই লোকজনের জুম করার দরকার কী? তাঁদের কি লজ্জাও করে না?’ একই সঙ্গে একজন লিখেছেন, একট লিমিট থাকা উচিত।’

প্রসঙ্গত, কিছুদিন আগে বিরাট কোহলির অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি লাইক করার জন্। বেশ আলোচনায় উঠে এসেছিলেন অবনীত। যদিও সোশ্যাল মিডিয়ায় বিরাটও স্পষ্ট করে দিয়েছেন যে ‘ইনস্টাগ্রাম অ্যালগরিদমের কারণেই এই সব হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ ছিল না। আমি চাই না ফালতু গুজব তৈরি হোক।’

এদিকে এই বিতর্কের পর তুমুল আলোচনায় উঠে আসেন অবনীত কৌর। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রায় ২০ লক্ষ ফলোয়ারও বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *