ফসল নষ্টকারী ‘ভয়াবহ ছত্রাক’! ধৃত ২ চিনা

Spread the love

আমেরিকার বুকে দুই চিনা নাগরিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে এক জৈব প্যাথোজেন ঘিরে। সদ্য এফবিআইের জালে ধরা পড়েছে চিনের নাগরিক জুন ইয়ং লিউ ও ইউনকুইং জিয়ান। অভিযোগ, এরা ভয়াবহ জৈব প্যাথোজেন আমেরিকায় পাচার করছিলেন। আমেরিকা থেকেই এই ২ জনকে গ্রেফতার করেছে এফবিআই। এফবিআই-র ডিরেক্টর কাশ প্যাটেল এক পোস্টে জানান, ‘Fusarium graminearum’ নামের এক ভয়াবহ ছত্রাকের পাচারের অভিযোগ রয়েছে ধৃত জিয়ানের বিরুদ্ধে।

কতটা ভয়ঙ্কর এই ফাঙ্গাস?

কাশ প্যাটেলের পোস্টে জানানো হয়েছে, যে ভয়াবহ ফাঙ্গাস আমেরিকায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে, সেই ফাঙ্গাস ফসলের জন্য কার্যত মারত্মক। এই ফাঙ্গাস ‘হেড ব্লাইট’ নামে একটি রোগ ডেকে আনে ফসলে। যা ধান,গম, বার্লি, ভুট্টার মতো ফসলের ক্ষতি করে দেয়। এই ছত্রাককে ‘কৃষি সন্ত্রাস’র এজেন্ট বলে উল্লেখ করেছেন কাশ প্যাটেল। তিনি জানান, জিয়ান, মিশিগান বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সেখানে গবেষণার জন্য এইগুলি আনা হচ্ছিল আমেরিকায়। এদিকে, তাঁর পোস্টে কাশ প্যাটেল দাবি করেছেন, এই ছত্রাক মানুষ ও পশুসম্পদ দুই ক্ষেত্রেই ভয়াবহ স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে। কাশ প্যাটেল তাঁর পোস্টে লিখছেন,’ এটি প্রতি বছর বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী।’

এই গোটা পর্বে ধৃত জিয়ানের সঙ্গে চিনা শাসকদল কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের বিষয়টি সামনে আসে। কাশ প্যাটেল তাঁর পোস্টে লেখেন,’প্রমাণ থেকে আরও জানা যায় যে, জিয়ান চিনা কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং চিনে এই রোগজীবাণু নিয়ে একই রকম কাজের জন্য চিনা সরকারের কাছ থেকে তহবিল পেয়েছিলেন।’ প্যাটেল লিখছেন,’জিয়ানের প্রেমিক, জুনিয়ং লিউ – যার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে – তিনি একটি চিনা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন যেখানে তিনি একই রোগজীবাণু নিয়ে গবেষণা করেন। লিউ প্রথমে মিথ্যা বলেছিলেন এবং পরে স্বীকার করেছেন যে তিনি আমেরিকায় ‘Fusarium graminearum’ পাচার করছেন।’ পোস্টে তিনি জানিয়েছেন,’উভয় ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাচার, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *