ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে পিছু হটলো ফ্রান্স-যুক্তরাজ্য?

Spread the love

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মিডেল ইস্ট আই।

চলতি মাসে নিউইয়র্কে সৌদি ও ফ্রান্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া তাদের একটি ‘নৈতিক দায়িত্ব ও রাজনৈতিকভাবে প্রয়োজন’। তবে এর সঙ্গে শর্তও জুড়ে দেন তিনি। জানান, সৌদি ইসরাইলকে স্বীকৃতি দিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরাইলিদের জানিয়েছে, তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। তার বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়ার পথ তৈরি করবে। যার মধ্যে থাকবে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মি মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানো ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির মতো প্রস্তাব।

এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এক্ষেত্রে অনীহা দেখিয়েছে। তারা বলছে, এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরাইলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *