ফিল্ড মার্শাল হলেন পাক সেনাপ্রধান

Spread the love

পাকিস্তানি সেনাবাহিনীর (সিওএএস) প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পাকিস্তান সরকার। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার তিন বছরের মাথায় ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির। সেনাশাসক আইয়ুব খানের পর জেনারেল তিনিই প্রথম এই পদমর্যাদা অর্জন করলেন।

সামা টিভি বলেছে, ভারতের বিরুদ্ধে চারদিনের যুদ্ধে সেনাপ্রধান আসিম মুনিরের ‘অতুলনীয় সামরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুদ্ধে পাকিস্তানের ‘জয় হয়েছে’ বলে দাবি করেছেন দেশটির নেতারা। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন মতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং পরবর্তী অর্থবছরের বাজেট প্রস্তাবসহ পাঁচ দফা এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। তবে সভার মূল আকর্ষণ ছিল জেনারেল আসিম মুনিরের পদোন্নতির ব্যাপারে সর্বসম্মত অনুমোদন- যা পাকিস্তানের ইতিহাসে এক বিরল সম্মান।

মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, জেনারেল আসিম মুনিরের উজ্জ্বল সামরিক নেতৃত্ব, সাহসিকতা এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেয়া হয়েছে। 

সভায় পদোন্নতি নিয়ে আরেকটি সিদ্ধান্ত নেয়া হয়। সাম্প্রতিক সংঘাতের সময় সেবা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানি বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভা জানিয়েছে, পাকিস্তানের সামরিক সাফল্য কেবল জাতীয় মনোবলকেই শক্তিশালী করেনি বরং দেশটির বিশ্বব্যাপী অবস্থান এবং বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *