ফুটবলার প্রবীরের সঙ্গে মলদ্বীপে উদ্দাম নাচ গীতশ্রীর

Spread the love

খবর রয়েছে, চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফুটবলার প্রবীর দাস ও অভিনেত্রী গীতশ্রী রায়। একসময় প্রেম নিয়ে কম কটাক্ষ শোনেননি গীতশ্রী। কারণ, প্রবীরের উপর বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী। তবে সেসবকে উপেক্ষা করেই, ভালোবাসার মানুষটার হাতটা শক্ত করে ধরে আছেন গীতশ্রী।

কদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রবীরের সঙ্গে ছবি শেয়ার করে চলেছেন গীতশ্রী। দুজনে মলদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। আর যা দেখে, নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে কি বিয়ের আগে প্রি-হানিমুন চলছে?

দেখা গেল মলদ্বীপের ছবির মতো সুন্দর সেই রিসর্টে কহো না প্যায়ার হ্যায়-এর আইকনিক টাইটেল ট্র্যাকে জমিয়ে নাচলেন গীতশ্রী আর প্রবীর দুজনেই। কালো শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার ফুটবলারের গায়ে। আর গীতশ্রী পরেছিলেন কমলা রঙের কো-অর্ডস। পিছনে ধরা পড়ল নারকেল গাছের সারি, নীল সমুদ্র, সাদা বালি। মলদ্বীপের পিকচার পারফেক্ট সিনারি।

২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। তবে বিয়ের কয়েকমাস যেতে না যেতেই হয় ছন্দপতন। সেই সময় তৎকালীন স্বামীর উপরে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও।

তবে তারপর প্রবীরের রুখসুখা মনে, বসন্তের হাওয়া নিয়ে আসেন গীতশ্রী। প্রথম প্রথম সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি এলেই, কমেন্ট বক্স ভরে যেত কটাক্ষে। তবে গীতশ্রীর স্পষ্ট করেছিলেন, প্রবীরকে নিয়ে কোনো শোনা কথায় কান দিতে নারাজ তিনি। তাঁর সঙ্গে ভালোবাসার মানুষটি কেমন ব্যবহার করছে, সেটাই আসল। অতীত খুঁড়ে দেখতে তাই একদমই রাজি নন। সঙ্গে মনে করিয়ে দিতে ভোলেননি যে, প্রবীরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা কোনওটাই প্রমাণিত হয়নি।

জানা গিয়েছে, চলতি বছরের শেষে বা আগামী বছরে বিয়ের পিঁড়িতে বসার কথাও ভাবছেন গীতশ্রী আর প্রবীর। অপেক্ষায় তাঁদের অনুগামীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *