ফুলকিকে টপকাল পরশুরাম! টিআরপিতে বেঙ্গল টপার কে? 

Spread the love

মাঝে লম্বা সময় আইপিএলের কারণে ধারাবাহিকের টিআরপি বেশ কম আসছিল। তবে এবার সব ধারাবাহিকের নম্বরই মোটামুটিভাবে বাড়ছে। তবে দেখা গেল, এবারেও পরশুরামকে হটানো গেল না বেঙ্গল টপার পজিশন থেকে। ৭.২ রেটিং পেয়ে ১ম স্থানে জলসার এই মেগা। আর দুইয়ে নেমে এল ফুলকি। পেয়েছে ৭.০ রেটিং।

এবারে তিন নম্বরে রয়েছে তিন-তিনটি মেগা। আর তা হল জগদ্ধাত্রী, পরিণীতা আর রাঙামতি তীরন্দাজ। এরমধ্যে অবশ্য, পরিণীতা স্লটহারা পরশুরামের কাছে। আর রাঙামতি তীরন্দাজ স্লট হারিয়েছে ফুলকি-র কাছে। তবে জগদ্ধাত্রীর কাছে গো হারা কথা। সবাইকে অবাক করে, নম্বর বাড়ছে গৃহপ্রবেশের। যেন পরকীয়ার চর্চা খুব উপভোগ করছেন দর্শকরা। গৃহপ্রেবেশের এই সপ্তাহের রেটিং এল ৬.৩। রাজনন্দিনী পাল। গৃহপ্রবেশের চক্করে কোন গোপনে মন ভেসেছে-র রেটিং নেমে গেল ৫.১-এ। পেল অষ্টম স্থান।

তবে এদিকে, এত ভালো নম্বর থাকা সত্ত্বেও গৃহপ্রবেশের স্লটে ঘোষণা করে ফেলেছে স্টার জলসা রাণী ভবানী সিরিয়ালের। যা দিয়ে প্রথমবার ছোটপর্দায় পা রাখতে চলেছেন। যা অন এয়ার হবে ৮ জুলাই থেকে। এবার গৃহপ্রবেশ বন্ধ হবে নাকি স্লট চেঞ্জ, তা এখনই বলা মুশকিল।

পাঁচ নম্বরে রয়েছে চিরসখা। মিত্তির বাড়িকে গো হারা হারিয়ে স্লট চিরসখার দখলে। মিত্তির বাড়ির এই সপ্তাহের নম্বর মাত্র ৪.৪। কোনো রকমে টিকে আছে দশম স্থানে।

দেখে নিন টিআরপি-র সেরা দশের তালিকা-

প্রথম: পরশুরাম (৭.২)

দ্বিতীয়: ফুলকি (৭.০)

তৃতীয়: জগদ্ধাত্রী, পরিণীতা, রাঙামতি তীরন্দাজ (৬.৭)

চতুর্থ: গৃহপ্রবেশ (৬.৩)

পঞ্চম: চিরসখা (৬.১)

ষষ্ঠ: কথা (৫.৯)

সপ্তম: অনুরাগের ছোঁয়া+রোশনাই(15 min) (৫.৭)

অষ্টম: কোন গোপনে মন ভেসেছে (৫.১)

নবম: চিরদিনই তুমি যে আমার (৫.০)

দশম: মিত্তির বাড়ি (৪.৪)

এ তো গেল ফিকশনের হিসেব-নিকেষ। একটু না হয় নন-ফিকশনে চোখ রাখা যাক। দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোডটি নম্বর তুলল ৫.৩। আর অন্য দিকে, বাংলার এক নম্বর ডান্স রিয়েলিটি শো-র এই সপ্তাহের রেটিং মাত্র ৪.৭। সেই জায়গায় স্টার জলসায় আসা সানডে ফিকশনের টিআরপি শনিবারে ৪.৫ আর রবিবারে ৬.১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *