ফুলকো লুচি, চিংড়ি, ইলিশ, মটন গৌরবের জামাইষষ্ঠীতে রাজকীয় মেনু

Spread the love

আজ জামাইষষ্ঠী, এইদিন শাশুড়িরা যত্ন করে রেঁধে বেড়ে নানা পদ সাজিয়ে দেন জামাইয়ের পাতে। মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনায় কপালে চন্দনের ফোঁটা এঁকে, তালপাতার পাখার বাতাস করেন মেয়ে-জামাইকে। কিন্তু অভিনেতা গৌরব চক্রবর্তীর কাছে জামাইষষ্ঠীটা একটু অন্যরকমের। কারণ তাঁদের সঙ্গে আর নেই শাশুড়ি মা। তাঁকে এদিনে বড্ড মিস করেন অভিনেতা। তবে কেবল এই দিন বলে নয়, প্রতিটা দিনই তিনি ও ঋদ্ধিমা মিস করেন মা শুভনিতাকে। তবে জামাইষষ্ঠী বলে কথা তাই জামাইয়ের মুখে হাসি ফোটাতে খানিকটা হলেও সেই ঘাটতি পূরণ করতে চেষ্টা করেন ঋদ্ধিমার বাবা।

ঠিক কীভাবে বর্তমানে গৌরবের জামাইষষ্ঠী হয়? ‘এই সময় অনলাইন’কে এই প্রসঙ্গে গৌরব বলেন, ‘আসলে বিষয়গুলো ভীষণই ব্যক্তিগত। কেবল এটাই বলতে চাই- আমি শাশুড়িমাকে মা বলেই ডাকতাম। তাঁর সঙ্গে আমার মায়ের মতোই সম্পর্ক ছিল। তিনি কখনও আমাকে এটা ফিল করাননি যে, আমি জামাই, ছেলে নই। আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্কই ছিল। তাঁর অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ছিল জামাইষষ্ঠী। ফলে আজ খুবই মিস করব মাকে।’

তবে শাশুড়ি মা চলে যাবার পর থেকে জামাইষষ্ঠীর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্বশুর বিশাখ কুমার ঘোষ। গৌরবের কথায়, ‘মা চলে যাওয়ার পর বাবা, অর্থাৎ আমার শ্বশুরমশাই দায়িত্ব নিয়েছেন দিনটার। তিনিই পুরোটা আয়োজন করেন। অনেকেই হয়তো মনে করেন, জামাইষষ্ঠী রিগ্রেসিভ ব্যাপার, মেয়ের বাড়ি থেকে ছেলেকে খাওয়ানো হচ্ছে, কিন্তু আমি অন্তত সেই ভাবে দেখিনি। বিষয়টাকে আমি তাঁদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করে এসেছি। মা চলে যাওয়ার পর শ্বশুরমশাই যে ভাবে রীতিপালনের দায়িত্ব নিয়েছেন, সেই উদ্যোগের বাহবা দিলেও কম হবে।’

রবিবার ঋদ্ধিমা ঘোষ তাঁদের জামাইষষ্ঠীর উদযাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেন। সেখানে আকাশি পাঞ্জাবিতে দেখা যায় গৌরবকে। অন্যদিকে, ঋদ্ধিমার পরনে ছিল গোলাপি রঙের সুতোর কাজ করা সালোয়ার কামিজ। ঋদ্ধিমার বাবা পরেছিলেন গোলাপি রঙের পাঞ্জাবি অন্যদিকে, ছোট্ট ধীর অর্থাৎ গৌরব-ঋদ্ধিমার ছেলের পরনে ছিল মিকিমাউস প্রিন্ট করা টি-শার্ট ও জিন্সে হাফপ্যান্ট। ছবিতে গৌরবকে আশীর্বাদ করে তাঁর হাতে মিষ্টি তুলে দিতে দেখা যায় বিশাখ কুমার ঘোষকে। তাছাড়াও এদিনের নানা খাবারের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। এদিনের মেনুতে ছিল ফুলকো লুচি, সাদাভাত, পোলাও, ফ্রিস ফ্রাই, চিংড়ি কাটলেট, পটল, আলু, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাই কারি, সরষে ইলিশ, মটন, দই, পাঁচ রকমের মিষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *