ফের নতুন হিন্দি সিরিয়ালে ‘কী করে বলব তোমায়’-এর ‘কর্ণ’

Spread the love

এক সময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাণু পেল লটারি’-র মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন ক্রুশল আহুজা। সেখানে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। তাঁদের জুটি দর্শক দরবারে বেশ জনপ্রিয় হয়েছিল। এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন ক্রুশল।

এরপর ‘কী করে বলব তোমায়’-তে কাজ, আর তা শেষ হতে না হতেই ক্রুশল আহুজা পা রাখেন হিন্দি সিরিয়ালের দুনিায়ায়। শুরু হয় তাঁর প্রথম হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মঞ্ঝা’। সুশান্ত দাসের প্রযোজনায় তৈরি সাফল্য পায় সেই মেগা সিরিয়ালটিও। এরপর ২০২৩ সালে আসে নিজের জীবনের দ্বিতীয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’। সেটিও টেলি দুনিয়ার দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পায়, এবং সেই সিরিয়ালটি এখনও চলছে বেশ জনপ্রিয়তার সঙ্গেই। তবে এই মুহূর্তে ধারাবাহিকে এসেছে বড় লিপ। তবে এবার থেকে আর সিরিয়ালে দেখা যাবে না ক্রুশলের চরিত্রটিকে। তবে এতদিনে হিন্দি মেগার দুনিয়াতে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন বাংলার ক্রুশল আহুজা। তাই পুরনো চরিত্রকে বিদায় দিতে না দিতেই হিন্দিতেই নতুন মেগার কাজও শুরু করছেন ক্রুশল।

কোন হিন্দি সিরিয়ালে দেখা যাবে ক্রুশল আহুজাকে?

জানা যাচ্ছে, বলিউডের হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় কার্যকরী পরিচালক পালকি মলহোত্রর প্রথম সিরিয়ালের নায়ক হিসেবে কাজ শুরু করছেন ক্রুশল। ‘দিল মিল গ্যয়া’, ‘দিল দোস্তি ডান্স’, ‘অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কহি’— একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালের কার্যকরী পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পালকি। এবার তিনি সিরিয়ালের দুনিয়ায় প্রযোজক হিসাবে কাজ পা রাখছেন। সব ঠিক থাকলে সেখানেই ক্রুশলকে দেখা যাবে বলে খবর। এই সিরিয়ালের নাম যদিও এখনও ঠিক হয়নি। এবিষয়ে নিজে অবশ্যে অফিসিয়ালি কিছু বলেননি ক্রুশল আহুজা।

প্রসঙ্গত, ক্রুশলের প্রথম বাংলা সিরিয়াল ‘কী করে বলব তোমায়’ ২০১৯ সালে শুরু হয়ে শেষ হয়েছিল ২০২১ সালে। তারপর থেকে তিনি আর বাংলায় কাজ করেননি। এখন প্রশ্ন, তবে কি ক্রুশনকে আর টলি পাড়ায় কাজ করতে দেখা যাবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *