ফের প্রবল সৌরঝড়ের আশঙ্কা! পৃথিবীর কোথায় কারা কারা বিপদে?

Spread the love

সূর্যের গতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তার মুখ। পৃথিবীর দিকে যেভাবে মুখ করে রয়েছে, তাতে ভয়ের বার্তাই দেখছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, প্রবল সৌর ঝড়ের আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিককালে পৃথিবী বেশ কয়েকটি সৌর ঝড় চাক্ষুষ করেছে। গবেষকদের কথায়, এই সৌরঝড় যথেষ্ট বড় আকারের হতে পারে।

কী ক্ষতি সৌরঝড়ে?

গবেষকদের কথায়, এর জেরে মহাকাশচারীরা বিপদে পড়তে পারেন। এছাড়াও মহাকাশযানগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। পৃথিবী রেডিয়ো কমিউনিকেশন বন্ধ হয়ে যেতে পারে অন্তত ১০ মিনিটের জন্য। এমনকি বিভিন্ন ইলেকট্রিক গ্রিডগুলি যা বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলিও বিকল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। গবেষকদের কথায়, সৌর ঝড়ের জেরে অরোরা বা মেরুজ্যোতিও দেখা যেতে পারে বিভিন্ন অংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *