ফের বিস্ফোরক মন্তব্য জাভেদের

Spread the love

বলিউডের অন্যতম বিখ্যাত গীতিকার জাভেদ আখতার, চিরকাল নির্ভীক এবং স্পষ্ট বক্তব্য রাখার জন্য পরিচিত। সম্প্রতি মুম্বইয়ের শিবসেনার আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান, কিছু মানুষ তাঁকে নরকে যেতে বলছেন আবার কিছু মানুষ তাঁকে বলছেন পাকিস্তানে যেতে। নরক এবং পাকিস্তান, এই দুইয়ের মধ্যে কোনটি বেছে নিলেন তিনি?

শনিবার মুম্বইয়ের শিবসেনা সংসদ সঞ্জয় রাউতের বই নারকতলা স্বর্গ – এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাভেদ জানান, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত তাঁকে বিভিন্ন বিষয়ে ট্রোল করা হচ্ছে। অনুষ্ঠানে জাভেদ ছাড়াও উপস্থিত ছিলেন শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে এবং শরদ পাওয়ার সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

মঞ্চে দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জাভেদ বলেন, ‘চিরকাল সুস্পষ্ট বক্তব্য রাখার জন্য মানুষের থেকে সব সময় কটাক্ষ শুনতে হয় আমায়। যদিও কটাক্ষ না শুনলেই মনে হয় যেন নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছি। আমাকে নিয়ে মানুষ যত আক্রমণ করে, ততই মনে হয় আমি সবকিছু ঠিক করেছি।’

জাভেদ আরও বলেন, ‘বিগত বেশ কয়েকদিনে পাকিস্তান প্রসঙ্গে কথা বলার জন্য আমাকে অনেকেই কাফির বলে গণ্য করেছেন, তাঁদের মতে আমার জাহান্নামে (নরকে) যাওয়া উচিত। আবার কিছু মানুষ আমাকে জিহাদি বলে দাগিয়ে বলেন আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। কিন্তু এই দুইয়ের মধ্যে যদি আমাকে বেছে নিতেই হয় তাহলে আমার নরককে বেছে নেওয়ায় ভালো। আমি নরকে যেতে চাই কিন্তু পাকিস্তানে যেতে চাই না।’

তবে চিত্রনাট্যকার এও বলেছেন, শুধু কটাক্ষ নয়, বহু মানুষের ভালোবাসাও পেয়েছেন তিনি। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেন এবং ভালোবাসা জানান। কিছু মানুষের অনুপ্রেরণা রয়েছে বলেই তিনি নিজের বক্তব্য বিনা দ্বিধায় পেশ করতে পারেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন একের পর এক মন্তব্য প্রকাশ করেছিলেন জাভেদ। পাকিস্তানের মাটিতে যে ভারতীয় শিল্পীদের অবমাননা করা হয়, সেটাও প্রকাশ্যে নিয়ে আসেন এই তারকা। ভারত সরকারের সমর্থনে মন্তব্য রেখে বারবার পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *