ফের সম্পর্ক ভাঙল হার্দিকের

Spread the love

ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বর্তমানে তাঁর সম্পর্কের কারণে ফের শিরোনামে রয়েছেন। কিছুদিন ধরেই ব্রিটিশ গায়ক জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। আইপিএল চলাকালীন জ্যাসমিনকে বহুবার হার্দিককে সমর্থন করতে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের একটি বাসেও দেখা গিয়েছে তাঁকে। দুজনের প্রেম কাহিনি সবে শুরু হয়েছিল কি হয়নি আর তার মধ্যেই এবার তাঁদের ব্রেকআপের খবর সামনে আসছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন দু’জনে। এক রেডিট ব্যবহারকারী প্রথমে দুজন দুজনকে আনফলো করার তথ্য দিয়ে লিখেছিল, ‘হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন ওয়ালিয়া একে অপরকে আনফলো করেছেন?’ এরপর থেকেই বিচ্ছেদের খবর জোরালো হতে থাকে। যদিও হার্দিক ও জ্যাসমিন এর আগে কখনই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এমন পরিস্থিতিতে দুজনের বিচ্ছেদের খবর অবাক করে দিচ্ছেন ক্রিকেটার ভক্তদের।

প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সময় জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিক পান্ডিয়ার নাম জড়িয়েছিল। তখন দুজনের মধ্যে সম্পর্ক নিশ্চিত বলে মনে করা হয়। হার্দিক এবং জ্যাসমিন একই জায়গা থেকে গ্রিস ভ্রমণের ছবি শেয়ার করেছেন। তা ছাড়া জ্যাসমিনকে প্রায়ই তাঁর ম্যাচে হার্দিককে চিয়ার করতে দেখা যেত। ২০২৫ সালে দুবাইয়ে ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। এখন দুজনের ব্রেকআপের খবর জোরালো হচ্ছে। হার্দিক পান্ডিয়া ও নাতাশার বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলে অগস্ত্যকে একসঙ্গে বড় করছেন দুজনে। দু’জনেই বিবৃতি জারি করে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *