ফোনে ICকে বেলাগাম ভাষায় হুমকি দিচ্ছেন ‘ছাল ছাড়ানো বাঘ’

Spread the love

ফের একবার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুক্রবার সকালে এক ভিডিয়ো পোস্ট করে এমনই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক অডিয়ো ক্লিপ পোস্ট করে তিনি দাবি করেছেন, বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দিচ্ছেন বীরভূমের এক প্রভাবশালী নেতা। যার কণ্ঠস্বর মিলে যাচ্ছে অনুব্রত মণ্ডলের সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন, ‘এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস’রা সযত্নে সুরক্ষিত রয়েছে!

বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় — তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!

আর এই কথপোকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনে কি প্রভাব পড়বে? বড় জোর ৪৮ ঘন্টার মধ্যেই হয় ওই আধিকারিককে ক্লোজ করা হবে, নাহলে সুন্দরবনে বদলি!

আমি চাই, পুলিশ মন্ত্রী Mamata Banerjee ও রাজ্যের ডিজি সাহেব রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা!’

সুকান্তর দাবি, অডিয়ো ক্লিপে বোলপুরের আইসির সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে বীরভূমের এক প্রভাবশালী নেতাকে। এমনকী তাঁর পরিবার নিয়ে আক্রমণ করতে শোনা যাচ্ছে তাঁকে। আইসিকে থানা থেকে টেনে বার করে মারধর করার হুমকি দিচ্ছেন তিনি।

এক সাংবাদিক বৈঠকে অনুব্রত দাবি করেন, বোলপুরের আইসি লোককে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছেন। এমনকী বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছেন। আমি ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে এসপি পর্যন্ত সবার কাছে ফোন করে ওকে অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। এবার নিজেদের সরকারের পুলিশের বিরুদ্ধে নিজেই ডেপুটেশন দিতে পারি না।

অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করেছেন বোলপুরের আইসি। কণ্ঠস্বর তাঁর নয় বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *