প্রথমে স্ত্রীকে কুপিয়ে খুন। তারপর নিজেকেও ওই একই ছুরি দিয়ে কোপানো। মঙ্গলবার মুম্বইয়ে ঘটেছে এই হাড় হিম করা খুনের ঘটনা। ঘটনাচক্রে দুজনেই পাক নাগরিক। নোটনদাস ওরফে সঞ্জয় সচদেব ও তাঁর স্ত্রী স্বপ্না নোটনদাস দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে আসেন গত নভেম্বরে। মুম্বইয়েই তাঁদের বাসা। পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্যকলহ থেকেই এই খুন করেছেন নোটনদাস। রান্নাঘরের ছুরি দিয়ে এই খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুম্বই পুলিশের ডিসিপি প্রশান্ত মোহিতে বলেন রক্তে ভেসে যাওয়া মেঝের উপর পাওয়া গিয়েছিল দুজনের বডি। স্বপ্নার বোন স্বপ্নাকে বেশ কয়েকবার ফোন করছিলেন। শেষমেশ ফোনে না পেয়ে তাঁর ফ্ল্যাটে চলে আসেন মঙ্গলবার। তখনই দুজনের রক্তাক্ত দেহ আবিষ্কার করা হয়। বিএনএস-এর ১০৩ (১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
