বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতাদের তালিকায় নাম আসে অক্ষয় কুমারের। যদিও কয়েকটা বছর পরপর বেশ টালমাটাল অক্ষয়ের কেরিয়ার। এবার ১২ বছর পর র্যাম্পে হাঁটতে দেখা গেল ওএমজি অভিনেতাকে। এর আগেও বিভিন্ন ডিজাইনারের হয়ে র্যাম্পে হেঁটেছেন অক্ষয় কুমার। এবার ১২ বছর পর ফাল্গুনী শেন পিককের পোশাকে র্যাম্প হাঁটলেন তিনি।
অক্ষয়ের র্যাম্প ওয়াকের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর মধ্যে একটি ভিডিয়োতে দেখা যায়, হাতে পাতা ভর্তি ডাল নিয়ে র্যাম্পে হাঁটছেন অক্ষয় কুমার।
অভিনেতার লুক খুব প্রশংসিত হলেও, ওভাবে হাতে পাতা নিয়ে হাঁটার কারণে, কেউ কেউ তাঁকে ট্রোলও করছেন। কেউ কেউ আবার মস্করা করে মন্তব্য করেন, ‘হাতে কারি পাতা…’
অক্ষয়ের রয়্যাল ইন্ডিয়ান লুক:
র্যাম্প ওয়াকে রয়্যাল ইন্ডিয়ান লুকে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। আইভরি বন্ধগলা শেরওয়ানিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। তিনি এটি কালো সানগ্লাস এবং রূপালি জুতোর সঙ্গে পেয়ারআপ করেন। অক্ষয়ের এই লুক ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিয়োতে র্যাম্পে আসছেন অক্ষয় কুমার। র্যাম্পের চারপাশে অনেক সবুজ গাছ লাগানো। হাঁটতে হাঁটতে অক্ষয় কুমার একটি ডাল উপড়ে ফেলেন। তারপর সেই ডাল নিয়ে পোজ দে। এভাবে ডাল ছিড়ে নেওয়ার কারণে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারকে ট্রোল করছেন। একজন লেখেন, ‘এভাবে কে গাছের ডাল ভাঙে, আশ্চর্য’! আরেকজনের মন্তব্য, ‘খুবই হাস্যকর’। তৃতীয়জনের মন্তব্য, ‘হতে পারে অক্ষয় এই পাতা খেয়ে, বিমলের পান মশলা খাওয়ার অভ্যাস ত্যাগ করতে চান!’

তবে র্যাম্প বিতর্ক এই প্রথম নয়। ২০০৯ সালে একটি র্যাম্প শো চলাকালীন অক্ষয় কুমারের প্যান্টের বোতাম খুলে দিয়েছিলেন তাঁর বউ টুইঙ্কল। সেই সময় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে অক্ষয়-টুইঙ্কলের নামে থানায় এফআইআরও হয়।