বক্স অফিসে ঝড় তুলেছিল! এবার OTT-তে আসছে ‘কেশরী চ্যাপ্টার ২’

Spread the love

বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন অভিনীত ছবি ‘কেশরী-২’ এবার প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। আর এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। করণ সিং ত্যাগী পরিচালিত ছবিটি আইএমডিবিতে ৮.২ রেটিং পেয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি চলতি বছরের ১৮ এপ্রিল মুক্তি পায়, এরপর এটি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছে এবং সমালোচকরাও এটির প্রশংসা করেছেন। তবে যাঁদের পক্ষে ছবিটি সিনেমাহলে গিয়ে দেখা সম্ভব হয়নি, তাঁরা এখন এখন এই ছবিটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। অনন্যা পান্ডে ও অক্ষয় কুমার একটি জিও হটস্টারের সঙ্গে পোস্ট করে জানিয়েছেন, আগামী ১৩ জুন (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পাবে তাঁদের ছবি।

পোস্টের ক্যাপশনে অক্ষয় কুমার ও জিও হটস্টারকে ট্যাগ করে লিখেছেন- যে গল্পটি আপনি জানেন, সত্য যা আপনি জানেন না।

কেশরীর দ্বিতীয় অধ্যায়ে অক্ষয়কে আইনজীবী সি শঙ্করন নায়ারের ভূমিকায় দেখা গিয়েছে। যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যান। মাধবন তার বিরোধী পরামর্শদাতা নেভিল ম্যাককিনলির চরিত্রে অভিনয় করেছেন এবং অনন্যা দিলরিট গিলের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি রঘু পলাত এবং পুষ্পা পলাতের ‘দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার’ বইয়ের উপর ভিত্তি করে নির্মিত।

আপনার যদি ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারের সাবস্ক্রিপশন থাকে তবে আপনি এই শুক্রবার থেকে ঘরে বসেই আপনার স্মার্টফোন বা স্মার্ট টিভিতে এই ছবিটি উপভোগ করতে পারবেন। প্রেক্ষাগৃহে তাঁর ‘হাউসফুল ৫’ ছবির অভাবনীয় সাফল্যের পর কেশরী ২-এর ওটিটি মুক্তির কথা ঘোষণা করা হল। প্রসঙ্গত দেশীয় বক্স অফিসে কেশরী ২ আয় করেছে প্রায় ১১০.৩৭ কোটি টাকা। আর বিশ্বব্যাপী এই ছবির আয় ১৪৪.৬২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *