বড় কিছু হবে এবার? ধাপে ধাপে যেন পোক্ত রাস্তা তৈরি ভারতের

Spread the love

সিন্ধু জলবণ্টন চুক্তি আগেই স্থগিত করেছিল ভারত। এরই সঙ্গে ভারতে থাকা থাকা সকল পাকিস্তানিকে দেশে ফেরত যেতে বলে মোদী সরকার। বাতিল করা হয়েছিল পাকিস্তানিদের ভিসা। আর আজ পরপর আরও বেশ কয়েকটি পদক্ষেপ করল ভারত। ভূরাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিগত কয়েকিন ধরে দাবি করে এসেছিলেন যে কূটনৈতিক ভাবে পাকিস্তানকে চাপে রাখতে ভারত আরও বেশ কয়েকটি পদক্ষেপ করবে। সেই মতোই আজ পাকিস্তানের থেকে আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। এরই সঙ্গে ভারতীয় বন্দরে পাক জাহাজের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সঙ্গে ভারতীয় কোনও জাহাজও পাকিস্তানে যাবে না। আর সর্বশেষ পদক্ষেপ হিসেবে পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ পুরোপুরি ছিন্নি করেছে ভারত।

আজ এক বিজ্ঞপ্তি জারি করে সকল সার্কেলকে জানিয়ে দেওয়া হয়েছে সড়কপথে হোক আকাশপথে, পাকিস্তান থেকে আর কোনও চিঠি বা পার্সেল না ভারতে আসবে না ভারত থেকে কিছু আর পাকিস্তানে যাবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দিয়ে এই পদক্ষেপ ভারতের। এতে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়বে। এমনিতে এর আগে পাকিস্তানও ভারতের কূটনৈতিক পদক্ষেপের পালটা বেশ কিছু পদক্ষেপ করেছিল, তবে তাতে তাদেরই লোকসান হয়েছিল। এবার পাকিস্তানকে ‘উচিত শিক্ষা’ দিতে কোমর কষে পরপর পদক্ষেপ করল মোদী সরকার।

উল্লেখ্য, একদিকে পাকিস্তান শান্তির আর্জি জানাচ্ছে, অপরদিকে তারা সীমান্তে বিনা প্ররোচনায় এই সব কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে। পহেলগাঁও জঙ্গি হামলায় পাক সেনার এক প্রাক্তন সদস্যের সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে। তবে পাকিস্তান নিজেদের মুখ বাঁচাতে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিতে সরব। তাদের বক্তব্য, ভারত নিজেই নাকি এই হামলা চালিয়ে থাকতে পারে। 

এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার। এর জন্যে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের বিভিন্ন দেশের আমলা-মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন। অপরদিকে সন্ত্রাসীদের বাঙ্কারে লুকিয়ে রাখা হচ্ছে এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। চিন, তুরস্কের মতো দেশের সমর্থন পেয়েছে পাকিস্তান। তবে ভারতও ইজরায়েল, আমেরিকা, রাশিয়া, সহ বিশ্বের বিভিন্ন তাবড় তাবড় শক্তিশালী দেশের সমর্থন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *