বড় পর্দায় এবার গুরু দত্তের জীবনী

Spread the love

স্যাম বাহাদুর, সম্ভাজি মহারাজের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। মাঝে শোনা যাচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে নাকি তাঁর সঙ্গে অক্ষয় কুমারের ঝামেলা চলছে। যদিও সেসবই জল্পনা ছিল। তবে এবার জানা গিয়েছে ভিকি কৌশলকে নাকি ফের একটি বায়োপিকে দেখা যাবে। জানা গিয়েছে গুরু দত্তের বায়োপিক আসছে। সেখানেই কি তবে নাম ভূমিকায় ধরা দেবেন ভিকি?

কী ঘটেছে?

গুরু দত্তের জন্ম শতবার্ষিকীর আগেই তাঁর বায়োপিক আনার কথা ঘোষণা করা হয়েছে। সূত্রের তরফে জানানো হয়েছে তাঁর সিনেমাটিক জীবনকে উদযাপন

করার জন্য তাঁর বায়োপিক এবং একটি ওয়েব সিরিজ আনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে মিড ডের তরফে জানানো হয়েছে যে বর্তমানে কথাবার্তা চলছে যাতে তাঁর উপর একটি পুরোদস্তুর বায়োপিক আনা হয়। আর সেই ছবিতেই নাকি গুরু দত্তের চরিত্রে ধরা দেবেন ভিকি কৌশল। পেয়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি অর গুলামপছবির জন্য খ্যাত এই অভিনেতার কথা, তাঁর শিল্পের কথা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তিনি ভারতীয় সিনেমায় যে প্রভাব ফেলে গিয়েছেন সেটাকে উদযাপন করতেই তাঁর বায়োপিক আনার পরিকল্পনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

যে কোম্পানি গুরু দত্তের এই বায়োপিক বানানোর সত্ত্ব কিনেছে তারা পরিকল্পনা করেছেন যে অভিনেতার বেশ কিছু ছবিকে তাঁরা ওয়েব সিরিজে পরিবর্তিত করবেন। এছাড়া একটি পুরোদস্তুর বায়োপিক আনবেন। এই প্রজেক্টের জন্য তারা বলিউডের দুই খ্যাতনামা পরিচালকের সঙ্গে কথা বলছেন।

তবে এই চরিত্রে কি সত্যিই ভিকি কৌশলকে দেখা যাবে? সেই বিষয়ে ওই সংস্থার তরফে জানানো হয়েছে ভিকি গুরু দত্তের ইমোশনাল ডেপথকে তুলে ধরতে পারবেন। ফলে ফের একটি বায়োপিকে ভিকি কৌশলকে দেখতে পাওয়ার যে তুমুল সম্ভাবনা আছে সেটা স্পষ্ট।

ভিকি কৌশলের অন্যান্য কাজ

ভিকি কৌশলকে দর্শকরা কিছুদিন আগেই ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে দেখেছেন ছাবা ছবিতে। এছাড়া আগামীতে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁকে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে। সঞ্জয় লীলা বনশালি সেই ছবির পরিচালনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *