বড় সিদ্ধান্ত ট্রাম্পের! প্রভাব পড়বে লক্ষাধিক ভারতীয়র ওপর

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক ভাবে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধ করে দিল বিভিন্ন দেশের দূতাবাসে। এই আবহে বহু আন্তর্জাতিক পড়ুয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং নিয়ে আরও কঠোর বিধান আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। এই আবহে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় পড়ুয়ারাই। প্রতিবছর প্রায় কয়েক লাখ ভারতীয় পড়ুয়া মার্কিন মুলুকে পাড়ি দেন পড়াশোনার জন্য।

রিপোর্ট অনুযায়ী, একটি কূটনৈতিক বার্তার মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিকে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই নিষেধাজ্ঞা নির্দিষ্ট ভাবে ভারতীয়দের জন্য কার্যকর না হলেও এতে প্রভাবিত হতে চলেছেন বহু ভারতীয়। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারত থেকে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন পড়ুয়া বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি হয়েছিলেন। এর ফলে মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই একনম্বরে চলে গিয়েছিলেন। ভারতীয়রা পিছনে ফেলে দিয়েছিল চিনাদের। রিপোর্টে দাবি করা হয়, মার্কিন মুলুকে পড়াশোনা করতে যাওয়া ভারতীয়দের ৪২.৯ শতাংশই অংক বা কম্পিউটার সায়েন্সকে বেছে নেন বিষয় হিসেবে। এছাড়া ২৪.৫ শতাংশ পড়ুয়া ইঞ্জিনিয়ারিং পড়তে যান আঙ্কেল স্যামের দেশে। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ম্যানেজমেন্ট বা বিজনেস নিয়ে পড়াশোনা করেন প্রায় ১১.২ শতাংশ ভারতীয়।

এর আগে হার্ভার্ডে বিদেশি পড়ুয়া ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আদালতে তাঁকে ধাক্কা খেতে হয়েছিল। তবে তিনি থামতেই চাইছেন না। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফেডারেল এজেন্সিগুলোকে পাঠানো এক চিঠিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের ব্যবসায়িক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩২ লাখ ডলারের অনুদান ও চুক্তি ফ্রিজ করে দিয়েছে। আর এবার আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের সব ফেডারেল চুক্তি বাতিল হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *