বন্ধই থাকছে ইসরাইলের প্রধান বিমানবন্দর

Spread the love

পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরাইল।শনিবার (১৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মন্ত্রণালয় জানায়, একইসঙ্গে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার সকালেও বিমানবন্দরের ওয়েবসাইট বন্ধ দেখা গেছে। মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা ‘আকাশসীমা পুনরায় খোলার কমপক্ষে ছয় ঘণ্টা আগে’ মিডিয়াতে তথ্য পাবেন।

এর আগে জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির আকাশপথ পুনরায় খুলে দেয়া হয়েছে।

ইসরাইল-ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এই পদক্ষেপ নেয়া হলো। জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি এর আগে বলেছিলেন, তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দেবে না। জর্ডানের আকাশ কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না।

এদিকে ইসরাইলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ৮০ জন আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *