বলিভিয়ার কাছে বাছাইপর্বে হেরে স্বপ্নভঙ্গ

Spread the love

টানা তৃতীয় ফুটবল বিশ্বকাপে খেলা হবে না অ্যালেক্সিস স্যাঞ্চেজের দেশের। কয়েক বছর আগে পর্যন্ত কোপা আমেরিকায় ব্যাপক নজর কেড়েছিল চিলি। আর্জেন্তিনার মতো শক্তিশালী দল তো বটেই, কোপা আমেরিকার দলগুলোকেও হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। কিন্তু সেই দিন এখন অতীত। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে চিলি যোগ্যতা অর্জন করতে পারেনি খেলার। আশা ছিল, হয়ত ২০২৬ বিশ্বকাপে ফিরবে ভিদাল, মেডেল, ইসলা, স্যাঞ্চেজদের দেশ। কিন্তু হল না।

আগামী বিশ্বকাপেও দেখা যাবে না তাঁদের। বলিভিলিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁরা ০-২ গোলে পরাজিত হলেন। এর ফলে দঃ আমেরিকার ১০ দল নিয়ে হওয়া রাউন্ড রবিন প্রতিযোগিতায় তাঁরা আপাতত সবার শেষেই রইলেন, একইসঙ্গে বিশ্বকাপের স্বপ্নও ভঙ্গ হয়ে গেল।

বলিভিয়া এই ম্যাচে জেতায় তাঁরা ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ স্পটে খেলার সুযোগ পেল, তাই তাঁদের এখনও বিশ্বকাপে যাওয়ার রাস্তা খোলা থাকল। আগামী বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। দঃ আমেরিকার কোয়ালিফাইং স্টেজ থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাকা করবে। ইতিমধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ট্রফি জয়ের জন্য জায়গা পাকা করে নিয়েছে। তবে ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি আগামী বছরের বিশ্বকাপ খেলা ৪৮টি দলের মধ্যেও জায়গা করে নিতে পারল না।

কদিন আগেই ড্রাগকাণ্ডে নির্বাসিত হন রাবাদা! সেই প্রসঙ্গ টেনেই স্লেজিং করবে অজিরা?

ম্যাচ শেষে চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস স্যাঞ্চেজ বলছিলেন, ‘আমার খুবই খারাপ লাগছে। এত খারাপ বোধহয় কখনও লাগেনি। আমাকে দর্শকদের কাছে বলতে হবে, যাতে আমাদের ক্ষমা করে দেয়। আরও উন্নতি করতে হবে আমাদের। কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সোনালি যুগের একমাত্র আমিই এখনও খেলছি, বাকিরা সবাই আসতে আসতে চলে গেছে ’।

ম্যাচের পঞ্চম মিনিটে বলিভিয়ার মিগুয়েল টেকেরোস প্রথম গোলটি করেন। আর ম্যাচের শেষলগ্নে একদম সংযুক্তি সময়ের কাছে এমজো মনটেইরো বলিভিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন। আসলে বলিভিয়ার যে ভৌগলিক অবস্থান, সেই কারণেই তাঁদের ডেরায় গিয়ে ম্যাচ জেতা যে কোনও দলের কাছেই কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *