বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট

Spread the love

রাজ্যে পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে জাল নোট। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ লক্ষ টাকার জালনোট উদ্ধার করলেন পুলিশ আধিকারিকরা। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত। তাঁর ভাইকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। রাজ্যে এক জায়গায় এত জালনোট কবে উদ্ধার হয়েছে মনে করতে পারছেন না তদন্তকারীরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালান মাটিয়া থানার পুলিশকর্মীরা। সেখান থেকে ৩৩,৫৬,৩০০ টাকার জাল নোট উদ্ধার করেন তাঁরা। ২০০, ৫০০ ও ২০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যে যুবকের বিরুদ্ধে জাল নোট মজুত রাখার অভিযোগ উঠেছে তার খোঁজ পায়নি পুলিশ। তার ভাই আবদুর রেজাকে আটক করেছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

রাজ্যে একসঙ্গে এত বিপুল জাল নোট শেষ কবে উদ্ধার হয়েছে তা মনে করতে পারছেন তা তদন্তকারীরা। তবে কি বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় জাল নোটের সিন্ডিকেট চলছে? তারই কেন্দ্র ছিল মাটিয়া থানার ওই বাড়ি? প্রশ্ন উঠছে। আপাতত মূল অভিযুক্তের সন্ধান পেতে মরিয়া পুলিশ। সে কোথা থেকে এই বিপুল পরিমাণ জালনোট পেল আর কী করেই বা সেই জাল নোট ছড়ানোর পরিকল্পনা করেছি তা জানতে চান তদন্তকারীরা। সঙ্গে অভিযুক্ত কতদিন ধরে এই কারবারে যুক্ত তা-ও জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *