বহুবার নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হন ইনি! আগে কোন US প্রেসিডেন্টরা পয়েছেন এই সম্মান?

Spread the love

গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যের সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে বেশ কিছু মধ্যপ্রাচ্যের তাবড় দেশের নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। যা ক্রমাগত বিভিন্ন দিক থেকে কাড়ছে নজর! এদিকে, সদ্য ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পর্বে সংঘর্ষ বিরতি নিয়েও ট্রাম্পের বক্তব্য বেশ নজর কেড়েছে। এই সবের মাঝেই বহুবার চর্চায় উঠে আসছে এপর্যন্ত কতবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, সেই বিষয়টি। উঠে আসছে, এযাবৎকালে কতজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সেই চর্চাও। ৯ পয়েন্টে দেখা যাক কিছু দিক।

১) এপর্যন্ত বহুবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের শুরুতে রিপাবলিকান জনপ্রতিনিধি ক্লডিয়া টেনি, ট্রাম্পের নামকে নোবেল শান্তি পুরস্কারের জন্য় প্রস্তাব দিয়েছিলেন।

২) এর আগে, ২০১৮ সালে, ২০২০ সালে, ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করা হয়েছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য।

৩) ২০১৯ সালে নিউ ইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,’ যদি তারা ন্যায্যভাবে নোবেল পুরস্কার দিত, তাহলে আমি অনেক কিছুর জন্য নোবেল পুরস্কার পেতাম, যা তারা দেয় না।’

৪) এদিকে,নোবেল শান্তি পুরস্কারের জন্য ২০২৫ সালে আমেরিকার ড্যারেল ইসা জানিয়েছিলেন তিনি ট্রাম্পের নাম মনোনীত করবেন। অন্যদিকে, বহু রিপোর্ট দাবি করে ইউক্রেনের রাজনীতিবিদ মেরেজহকো ট্রাম্পের নাম এই পুরস্কারের জন্য মনোনীত করেন।

৫) এদিকে উইকিপিডিয়ায়, ‘২০২৫ নোবেল শান্তি পুরস্কার’ র পেজে, মনোনীনতদের নামের তালিকার মধ্যে মাহারাং বালোচ, পোপ ফ্রান্সিস, ইমরান খান, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের নাম দেখা গিয়েছে।

৬) ট্রাম্পের আগে আমেরিকার ৪ প্রেসিডেন্ট পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। এঁরা হলেন, থিওডোর রুজভেল্ট, উডরো উইলসন, জিমি কার্টার এবং বারাক ওবামা।

৭) রাশিয়া-জাপান যুদ্ধে ইতি টানার জন্য নোবেল শান্তি সম্মানে পুরস্কৃত হন রুজভেল্ট।

৮) উইলসন নোবেল পান রাষ্ট্রপুঞ্জের নীল নকশা তৈরি করে, মহিলাদের ভোটাধিকার প্রদান করে, শ্রম আইন তৈরি করার জন্য।

৯) জিমি কার্টার নোবেল পেয়েছিলেন ইজরায়েল এবং মিশরের মধ্যে শান্তি স্থাপন করে, গণতান্ত্রিক এবং মানবাধিকারের পক্ষে সওয়াল করে। তবে তাঁর শাসন আমল নিয়ে রয়েছে বিতর্ক। বারাক ওবামাকে নোবেল দেওয়া হয় পরমাণু অস্ত্র সংবরণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে উন্নততর করে তোলার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *