বাংলাদেশিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ!কেন?

Spread the love

দুর্ঘটনার তদন্তে নেমে এক বাংলাদেশিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একই সঙ্গে তাঁকে জাল নথি বানিয়ে দেওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন কালীঘাট থানার তদন্তকারীরা। কী ভাবে একজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের পর এত তাড়াতাড়ি এত নথি বানিয়ে ফেলল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, গত ১৮ মে কলকাতার নেতাজি নগর থানা এলাকায় কলাকাতা পুলিশের এক ASIএর মোটরসাইকেলে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। এর পর গাড়ির চালককে আটক করে পুলিশ। ধৃতের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে তদন্তকারীরা দেখেন, সেটি জাল। এর পরই ধৃত আজাদ শেখ তদন্তে স্বীকার করে, সে বাংলাদেশি নাগরিক। বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। ২০২৩ সালে বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। এর পর ন্যাজাটের বাসিন্দা জাফর আলি শেখের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সসহ একাধিক সরকারি নথি বানান। সেই ড্রাইভিং লাইসেন্স দিয়েই তিনি কলকাতাসহ বিভিন্ন জায়গায় গাড়ি চালাচ্ছিলেন। এর পর ন্যাজাটে তল্লাশি চালিয়ে জাফর আলি শেখকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত আজাদ ভারতে অনুপ্রবেশের পর একাধিক সরকারি প্রকল্পের সুবিধা জোগাড় করে ফেলেছেন। এমনকী বানিয়ে ফেলেছেন আয়ুষ্মান ভারতের কার্ডও।

ধৃত ২ জনকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত জব্বারকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, কী করে এত নিখুঁত জাল নথি বানাল সে? এই চক্রে আর কারা যুক্ত, কাদের সে জাল নথি বানিয়ে দিয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *